Current Bangladesh Time
শুক্রবার মার্চ ২৯, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শুদ্ধাচার পুরস্কার পেলেন, বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার 
Thursday July 8, 2021 , 6:33 pm
Print this E-mail this

কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তিনি এ পুরস্কারে ভূষিত হন

শুদ্ধাচার পুরস্কার পেলেন, বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী কর্মক্ষেত্রে তার পেশাগত দক্ষতা, যোগ্যতা, সততা, ভাল আচরণ, নেতৃত্বসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক ১৯টি সূচকে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। ২০১৯-২০ বছরে কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তিনি এ পুরস্কারে ভূষিত হন। বৃহস্পতিবার (জুলাই ৮) ২:৩০ -এ বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ বিপিএম-বার’র পক্ষে পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয় তার হাতে আইজিপি কর্তৃক স্বাক্ষরিত সম্মাননা সনদ তুলে দেন। উল্লেখ্য যে, সহকারী পুলিশ কমিশনার শাহেদ আহমেদ চৌধুরী ইতোমধ্যে বদলি সূত্রে বিএমপি থেকে পটুয়াখালী জেলার বাউফল সার্কেলে যোগদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর ও গোয়েন্দা শাখা মোঃ মনজুর রহমান পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খাঁন মোহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ রাসেল সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।




Archives
Image
বরিশালে ঝুলন্ত মরদেহ উদ্ধারের দুই মাস পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
Image
হার্ডলাইনে পুলিশ : এবার বরিশালে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলবে না
Image
বরিশালসহ দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
Image
মাছ ধরার অপরাধে বরিশালে ৮ অসাধু জেলের জরিমানা
Image
বরিশালে অবৈধ জালসহ ৪ জেলে আটক