প্রচ্ছদ » স্লাইডার নিউজ » শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশের প্রোডাক্ট অ্যাম্বাসেডর ঐশী
Sunday February 17, 2019 , 1:50 pm
শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশের প্রোডাক্ট অ্যাম্বাসেডর ঐশী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’এর বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। তবে এবার তিনি নতুন পরিচয়ে পরিচিত হয়েছেন। কেননা শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশের প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে পথ চলা শুরু করলেন তিনি। বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে প্রতিষ্ঠানটি তার নাম ঘোষণা করে। এদিকে, নিজেকে নতুন পরিচয়ে পরিচিত করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত এই গ্ল্যামার গার্ল। ঐশী বলেন, হুয়াওয়ের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে। আশা করি, হুয়াওয়ে বাংলাদেশের সঙ্গে আমার পথচলা মসৃণ হবে। প্রসঙ্গত, পিরোজপুরের মেয়ে ঐশী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’এর বিজয়ীর মুকুট পরেন। এছাড়াও তিনি ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় সেরা বিশে (২০) এ জায়গা করে নেন।