Current Bangladesh Time
শনিবার জুলাই ১২, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শিশু সন্তানকে বিষ খাইয়ে নিজেও পান করলেন বাবা 
Thursday November 10, 2022 , 8:08 pm
Print this E-mail this

বিষাক্ত কীটনাশকের যন্ত্রনায় বাবা-ছেলে দু’জনেই কাতরাচ্ছেন

শিশু সন্তানকে বিষ খাইয়ে নিজেও পান করলেন বাবা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পারিবারিক কলহের জের ধরে শিশু সন্তানকে বিষ খাইয়ে নিজেও পান করলেন বাবা সৈয়দ আহাম্মদ (৫০)। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে কাউখালীর সীমান্তবর্তী রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে. সৈয়দ আহাম্মদ নিজে তিন বোতল কীটনাশক পান করেন। একইসাথে খাবারের সাথে মিশিয়ে ১০ বছরের শিশু সন্তান হাবিবকেও খাওয়ান সেই কীটনাশক। হাসপাতালে গিয়ে দেখা যায়, বিষাক্ত কীটনাশকের যন্ত্রনায় বাবা-ছেলে দু’জনেই কাতরাচ্ছেন। অন্যদিকে হাসপাতালের করিডরে বিলাপ করে কাঁদছেন স্ত্রী শিল্পি আক্তার। চাচাত ভাই ইকবাল জানান, বিকেল ৩টার দিকে বাড়ি থেকে সামান্য দূরে পুকুর পাড়ে বসে সৈয়দ আলম ও তার শিশু সন্তান হাবিবকে পানি পান করতে দেখেন। পরে তাদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কীটনাশকের গন্ধ পেয়ে তার সন্দেহ হয়। কথা বলার একপর্যায়ে দু’জনেই বমি করা আরম্ভ করে। পরে এলাকার লোকজনসহ তাদের উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর চিকিৎসক মুমূর্ষু অবস্থায় দু’জনকেই চমেক হাসপাতালে পাঠায়। হাসপাতালে আহত সৈয়দের স্ত্রী সাবেক মহিলা মেম্বার শিল্পি আকতার এ বিষয়ে কোনো কথা বলতে না চাওয়ায় বিস্তারিত কিছু জানা যায়নি। এলাকাবাসীর ধারণা পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।




Archives
Image
খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা
Image
খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
Image
বরিশাল ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী পেল জিপিএ-৫
Image
নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল
Image
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে : মির্জা ফখরুল