প্রচ্ছদ » স্লাইডার নিউজ » শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে সভা
Monday August 12, 2019 , 9:43 am
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে সভা
মো : সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাউখালী উপজেলা পরিষদের বিশেষ উদ্দ্যোগে উপজেলার সকল ম্যাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধান শিক্ষকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে মাধ্যামিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌতম কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ার্যান আবু সাঈদ মনু মিঞা। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান শেখ সামচ্ছুদ্দোহা চাঁন। অন্যানের মধ্যে বক্তব্য দেন-এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, ইজিএস শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তানভীর আহম্মেদ, নাঙ্গুলী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, আইরণ জয়কুল এমএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া সহ আরোও অনেকেই। উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ বলেন, পরীক্ষায় শতভাগ পাশ নিশ্চিত করা ও শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে উপজেলা পরিষদ সকল প্রকার সহায়তা করবে। সভায় কাউখালী উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।