Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ৩:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শতাব্দীর দীর্ঘ চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর 
Sunday November 7, 2021 , 2:26 am
Print this E-mail this

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পূর্বাভাস

শতাব্দীর দীর্ঘ চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এই শতাব্দীর দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর দেখা যাবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পূর্বাভাসে জানিয়েছে, ২০০১ থেকে ২১০০; এই একশ’ বছরের মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ হতে পারে। উত্তর আমেরিকাতে এটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে এবং তা প্রায় সাড়ে তিন ঘণ্টা থাকবে। নাসা জানায়, ১৯ নভেম্বর ভোরে চাঁদ, সূর্য আর পৃথিবী কক্ষপথে ঘুরতে ঘুরতে একই সরলরেখায় এসে পড়বে। এতে নিজস্ব আলো না থাকা চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। চন্দ্রগ্রহণটি ওই দিন ভোর ৪টায় (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) সর্বোচ্চ পরিণতি পাবে। মহাকাশ গবেষণা সংস্থাটি আরও জানিয়েছে, বিভিন্ন টাইম জোনের কারণে আংশিক চন্দ্রগ্রহণটি ১৮ ও ১৯ নভেম্বর বিভিন্ন স্থানে আংশিক দেখা যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকার মানুষেরা রাত ২টা থেকে ভোর ৪টা মধ্যে সবচেয়ে ভালোভাবে দেখতে পারবেন। দক্ষিণ আমেরিকা, এশিয়ার পূর্বাঞ্চল, প্রশান্তীয় অঞ্চল ও অস্ট্রেলিয়া থেকেও চন্দ্রগ্রহণটি দেখা যাবে। নাসার মতে, ২০২১ থেকে ২০৩০ সালের মধ্যে ২০টি পূর্ণাঙ্গ, আংশিক ও উপচ্ছায়া চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে। যারা খালি চোখে চন্দ্রগ্রহণটি দেখতে পাবেন না তারা চাইলে নাসা’র সরাসরি সম্প্রচার দেখে নিতে পারবেন।

সূত্র : টাইমস নাউ নিউজ




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ