Current Bangladesh Time
বৃহস্পতিবার এপ্রিল ২৫, ২০২৪ ৯:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » র‌্যাব সেজে টিকটক, শারীরিক সম্পর্কে শতাধিক নারী 
Tuesday November 16, 2021 , 9:20 pm
Print this E-mail this

র‌্যাব কর্মকর্তারা বলছেন, রাকিব মূলত প্রতারক চক্রের সদস্য

র‌্যাব সেজে টিকটক, শারীরিক সম্পর্কে শতাধিক নারী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নওগাঁর বাসিন্দা আব্দুর রাকিব ওরফে খোকন টেনেটুনে স্কুলের গন্ডি পার হয়েছিলেন। এরপর পোশাক কারখানায় চাকরি করেন। এখন বগুড়ার একটি আবাসিক হোটেলের নিরাপত্তাকর্মী। কিন্তু ভার্চুয়াল দুনিয়ায় তাকে সবাই চেনে ‘টিকটক রাজ’ হিসেবে। নারীদের টার্গেট করে বানান নানা ভিডিও। বিজিবির ল্যান্স নায়েক পরিচয় দিয়ে প্রচারণা চালাতেন র‌্যাবে প্রেষণে বদলি হয়েছেন বলে। পরিচয়ের সূত্রে শতাধিক মেয়ের সঙ্গে অনৈতিকভাবে শারীরিক সম্পর্ক করে তারপর ব্ল্যাকমেইল করেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং এলিট ফোর্স র‌্যাবের ইউনিফর্ম পরা তার অসংখ্য ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম আর টিকটক সাইটে। নিজেকে পরিচও দেন বিজিবি-র‌্যবের কর্মকর্তা হিসেবে। ভুয়া ভিডিও তৈরি ও মিথ্যা পরিচয়ে শতাধিক নারীর সঙ্গে করেছেন প্রতারণা, বিয়ে করেছেন চারটি। শেষ পর্যন্ত র‌্যাবের হাতে ধরা পড়ার পর উন্মোচন হয় তার মুখোশ। সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে র‌্যাব-২ ও র‌্যাব-৫ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র‌্যাব কর্মকর্তারা বলছেন, রাকিব মূলত প্রতারক চক্রের সদস্য। সে র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযান বা না কার্যক্রমের ছবি ও ভিডিও এডিট করে সেখানে নিজের ছবি বসিয়ে দিতো। এই ছবি বা ভিডিও ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে বিশ্বাস স্থাপন করতো। তার ইউটিউবে দুই মিলিয়নের বেশি ভক্ত। এই ভক্তদের মধ্যে নারীদের টার্গেট করে টিকটক ভিডিও তৈরি করার নামে তাদের ব্লাকমেইল করে টাকা, স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় সে। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে টিকটক রাজ ওরফে রাকিবকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে সংবাদ সম্মেলন করেন র‌্যাব কর্মকর্তারা। সেখানে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তার রাকিব টিকটক, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ও ভাইবারসহ বিভিন্ন সাইবার মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে আসছিল। সে দুই বছর ধরে অনলাইন প্লাটফর্মে মুখরোচক ভিডিও তৈরি করে তা প্রচার করে আসছিল। নারীদের প্রলুব্ধ ও প্রতারিত করে অনৈতিক সম্পর্ক স্থাপন এবং পরে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করত।

তিনি বলেন, এই প্রতারক বিশ্বাস স্থাপনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর মতো চুল কাটাসহ পোশাক পরতো। হাতে রাখতো ভুয়া ওয়াকিটকি। নিজেকে ধনাঢ্য পরিবারের সন্তান হিসেবে পরিচিতি পেতে অন্যের বাড়ি ও আমবাগান নিজের বলে চালিয়ে দিত। নানা ঠকবাজি করে বা প্রতারণার মাধ্যমে নারীদেরকে প্রলুব্ধ করে প্রেমের সম্পর্ক স্থাপন করে। এরপর টাকা, স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। তার কাছে শাতাধিক নারী প্রতারণার শিকার হয়েছেন। চার বিয়ের মধ্যে সর্বশেষ দেড় বছরে তিনটি বিয়ে করেন। তার বিরুদ্ধে র্যারবের কাছে ভুক্তভোগী নারীরা অভিযোগ করেছেন। এই প্রতারক র‌্যাব বা আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পেল কোথায়?-জানতে চাইলে কমান্ডার মঈন বলেন, তার কাছ থেকে যে ইউনিফর্ম জব্দ করা হয়েছে, তা ভুয়া। কালো রঙের এই পোশাক সাধারণ কাপড়ে তৈরি করা। তার হাতে থাকা ওয়াকিটকিও খেলনা। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাকিব নিজেকে বিজিবির একজন ল্যান্স নায়েক পরিচয় দিত। বিজিবি থেকে র‌্যাবে তার পদায়নের ফলে সে র‌্যাব-১২ তে কর্মরত বলে তার অনুসারীদের কাছে পরিচয় দিতো। এরপর র‌্যাব-১২ থেকে র্যাবব-৫ এ বদলি এবয় সর্বশেষ তার পোষ্টিং ঢাকায় বলে অনুসারীদের জানিয়েছিল। তা বিশ্বাসযোগ্য করে তুলতে বগুড়া থেকে ঢাকার মোহাম্মদপুরে আসে। সেখানে তার উদ্দেশ্য ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কোনো স্থাপনার সামনে র‌্যাবের পোশাক পড়ে ভিডিও তৈরি করবে। তাকে আগেই অনুসরণ করায় গ্রেপ্তার করা সম্ভব হয়।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ