Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ১৯, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » র‌্যাবের গুলিতে পা হারানো সেই লিমনের আজ বিয়ে 
Friday September 3, 2021 , 2:37 pm
Print this E-mail this

লিমন এখন সাভার গণবিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রভাষক ও শিক্ষানবিশ আইনজীবী

র‌্যাবের গুলিতে পা হারানো সেই লিমনের আজ বিয়ে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দশ বছর আগে র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠি রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের সেই লিমন হোসেনের আজ (৩ সেপ্টেম্বর) বিয়ে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) তার গায়ে হলুদ হয়েছে। কনে যশোরের অভয়নগর উপজেলার নওপাড়া এলাকার রাবেয়া বসরি। কনের বাড়িতেই হবে বিয়ের অনুষ্ঠান। লিমন বলেন, বাবা-মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে জীবনে নতুন অধ্যায় শুরু করছি। বৃহস্পতিবার নিজ বাড়িতে গায়ে হলুদ হয়েছে। কনে রাবেয়া বসরি বলেন, সে (লিমন) নিজের সঙ্গে যুদ্ধ করে ক্যারিয়ার গড়েছে। দাম্পত্য জীবনেও দায়িত্বশীল হবেন বুঝেই বিয়েতে রাজি হয়েছি। লিমনের মা হেনোয়ারা বেগম বলেন, গত ১০ বছর আমরা অনেক কষ্ট করেছি। এখন ভালো আছি। উল্লেখ্য, ২০১১ সালের ২৩ মার্চ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় র‌্যাবের গুলিতে লিমনের পা হারানোর ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। লিমন এখন সাভার গণবিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রভাষক ও শিক্ষানবিশ আইনজীবী। গণবিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন লিমন। এরপর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষা সহকারী পদে যোগ দেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সহকারী প্রভাষক হিসেবে পদোন্নতি পান লিমন।




Archives
Image
অভিমান ভুলে একসঙ্গে পর্দায় ফিরছেন তাহসান-মিথিলা
Image
বোতলজাত সয়াবিনের লিটারে দাম বাড়ল ৪ টাকা
Image
শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে পারছেন না ফেরদৌস-মৌসুমী!
Image
একই পরিবারে নিহত ৬, হানিমুনে যাওয়া হলো না নবদম্পতির
Image
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ প্রধানমন্ত্রীর