Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীতে পুরাকীর্তি পদকসহ চারজনকে আটক করছে র‌্যাব 
Wednesday August 26, 2020 , 5:26 am
Print this E-mail this

৩টি মূল্যবান ধাতব পদার্থের তৈরি পুরাকীর্তি পদক (মেডেল), ৬টি মোবাইল ফোন ও ৭ হাজার টাকা জব্দ

রাজধানীতে পুরাকীর্তি পদকসহ চারজনকে আটক করছে র‌্যাব


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর চকবাজার এলাকা থেকে মূল্যবান পুরাকীর্তি পদকসহ চারজনকে আটক করছে র‌্যাব-১০। আটকরা হলেন-খুলনার দৌলতপুরের মানিকতলা এলাকার মৃত শেখ রওশন আলমের পুত্র শেখ এনায়েত হোসেন ওরফে টুটুল (৪৭), নোয়াখালীর সোনাইমুড়ির বৌরফিট এলাকার মৃত মোহাম্মদ হোসেন ভুঁইয়ার পুত্র আবু লায়েজ ওরফে আবুল (৫০), চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ঘোড়াদাড়ি এলাকার মৃত সিরাজুল হক প্রধানের পুত্র আলী প্রধান ওরফে মোহন (৫৩) ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঘাটলা বড়বাড়ীমৃত আবদুল মান্নানের পুত্র আবু নাছের (৫৭)। মঙ্গলবার (২৫ আগস্ট) র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো: কাইমুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর চকবাজার থানার হোসনি দালান রোডে রোববার রাতে র‌্যাব-১০’র একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মূল্যবান ধাতব পদার্থের তৈরি পুরাকীর্তি পদক (মেডেল), ছয়টি মোবাইল ফোন ও সাত হাজার টাকা জব্দ করা হয়। র‌্যাব-১০, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে কথিত ধাতব পদার্থের পণ্য তৈরি পদক/মেডেল, যাহা মুদ্রা সদৃশ অবৈধভাবে বিদেশ থেকে আমদানি করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস