Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ১:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যেকোন টেকসই উন্নয়নে পূর্ব শর্ত একটি সুষ্ঠু সুন্দর ও নিরাপদ পরিবেশ-বিএমপি কমিশনার 
Thursday June 24, 2021 , 10:14 pm
Print this E-mail this

পৃথিবীতে অপরিকল্পিতভাবে অনেক উন্নয়ন হয়ে থাকে, তবে তা টেকসই হয় না-মোঃ শাহাবুদ্দিন খান

যেকোন টেকসই উন্নয়নে পূর্ব শর্ত একটি সুষ্ঠু সুন্দর ও নিরাপদ পরিবেশ-বিএমপি কমিশনার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বৃহস্পতিবার (২৪ জুন) সকাল দশ ঘটিকায়, গ্রান্ড পার্ক বরিশালে, বরিশাল রেঞ্জ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী কর্তৃক আয়োজিত “বর্তমান সরকারের এসডিজি অর্জনে ক্ষেত্রে আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সম্পৃক্ততা ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএমবার।
তিনি বলেন, সারা বিশ্বকে সমন্বিত সমতা বজায় রেখে টেকসই এবং গোল ভিত্তিক উন্নয়নের ধারা অব্যাহত রেখে বিভিন্ন কর্মসূচি জাতিসংঘ কর্তৃক নেয়া হয়ে থাকে, ২০৩০ সাল পর্যন্ত এসডিজি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল নেয়া হয়েছে। পৃথিবীতে অপরিকল্পিতভাবে অনেক উন্নয়ন হয়ে থাকে, তবে তা টেকসই হয় না। অনেক দেশ পিছিয়ে থাকে, উন্নয়ন হয় না। আবার উন্নয়ন হয় কিন্তু টেকসই হয় না, পরবর্তী ধারাবাহিকতা থাকে না। তিনি আরও বলেন, বরিশাল রেঞ্জ আনসার বিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সময়োপযোগী এবং দূরদৃষ্টি সম্পন্ন ভিশনারী এই সেমিনার গ্রহণের মাধ্যমে আমাদের বর্তমান সম্পৃক্ততা ও ভবিষ্যতে কিভাবে অংশগ্রহণ করতে পারি মর্মে, বরিশাল মেট্রোপলিটন পুলিশ তথা পুলিশ বাহিনীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যেকোন টেকসই উন্নয়নে পূর্ব শর্ত একটি সুষ্ঠু সুন্দর ও নিরাপদ পরিবেশ, এদেশের উন্নয়নকে সমর্থন দিয়ে সেই সকল উন্নয়নের পূর্ব শর্ত ও পরিবেশ রক্ষায় বাংলাদেশ পুলিশ, আনসার বিডিপি, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা সর্বাগ্রে রয়েছে। সমাজের তৃণমূল পর্যন্ত খুঁজে খুঁজে আরও কিভাবে আনসার বাহিনীকে সুসজ্জিত ও কাজে লাগিয়ে জাতিসংঘ কর্তৃক উন্নয়নের গোল কাজে লাগিয়ে এসডিজি লক্ষ্যমাত্রা পূরণ তথা জাতীয় রূপকল্প, ভিশন, মিশনে বিশেষ ভূমিকা রাখার মাধ্যমে এই সমাজ ও অর্থনীতির চাকা সচল রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে কর্মযজ্ঞ হাতে নিয়েছেন সকলের সমন্বিত অংশগ্রহণ তথা আনসার বিডিপির বর্ধিত ভূমিকায় তা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস