Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৫, ২০২৫ ৫:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যমুনা রেলসেতুর পিলারে ‘ফাটল রেখা’, কর্তৃপক্ষ বলছে ‘ক্ষতিকর নয়’ 
Friday October 24, 2025 , 7:10 pm
Print this E-mail this

সামাজিক প্ল্যাটফর্মে ‘ফাটল’র ছবি, সাধারণ মানুষের মাঝে আলোচনা-সমালোচনা

যমুনা রেলসেতুর পিলারে ‘ফাটল রেখা’, কর্তৃপক্ষ বলছে ‘ক্ষতিকর নয়’


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যমুনা নদীর ওপর নির্মত রেলসেতুর সিরাজগঞ্জ অংশে কয়েকটি পিলারের নিচের ঝুলন্ত অংশে একাধিক চুলাকৃতির ‘ফাটল’ লক্ষ্য করা গেছে। ফেসবুকসহ অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মে ‘ফাটল’র ছবি ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মাঝে আলোচনা-সমালোচনার পাশাপাশি উদ্বেগ দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শী রুহুল আমিন জানান, চলতি বছরের ২০ অক্টোবর তিনি সিরাজগঞ্জ ইকো পার্কে যাওয়ার সময় রেল সেতুর নিচে গেলে ফাটল লক্ষ্য করেন। পরে ফাটলগুলো পলিশ করে ঢেকে ফেলার চেষ্টা করা হয়েছে। বিষয়টি জানতে পেরে রেল কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে স্থানীয় মানুষের মাঝে নানা আলোচনা-সমালোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। রেলসেতু কর্তৃপক্ষের প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সেতুতে কোনো গঠনগত ত্রুটি হয়নি। প্রচণ্ড গরমের প্রভাবে পিলারের নিচের অংশে খুব সুক্ষ ‘চুল আকৃতির ফাঁকা’ (হেয়ার ক্র্যাক) তৈরি হয়েছে- যা কংক্রিটের শক্তি বা স্থায়িত্বে কোনো প্রভাব ফেলবে না। সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, এসব ফাঁকা সাধারণত শূন্য দশমিক এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে- যা কংক্রিটের স্বাভাবিক প্রসারণ ও সংকোচনের কারণে ঘটে থাকে। যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী নাইমুল হক জানান, পশ্চিম প্রান্তের ৮ থেকে ১০টি পিলারে এ ধরনের অতিক্ষুদ্র ফাঁকা দেখা গেছে। সেগুলো ঘষে বিশেষ আঠা বা রেজিন দিয়ে পূরণের কাজ চলছে। এগুলো মূলত ফাটল নয় বরং তাপমাত্রা ও আবহাওয়ার কারণে সৃষ্ট ক্ষুদ্র রেখা। এগুলো সেতুর কাঠামো বা ট্রেন চলাচলের নিরাপত্তায় কোনো ঝুঁকি তৈরি করবে না। যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান জানান, এটি তাপমাত্রাজনিত হেয়ার ক্র্যাক, নির্মাণজনিত কোনো ত্রুটি নয়। এগুলো সেতুর কংক্রিট কাঠামো বা স্থাপনার জন্য ক্ষতিকর নয়। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি আরও জানান, ফাটলগুলো রেজিন বা বিশেষ আঠার মিশ্রণ দিয়ে একে একে রিপেয়ার করা হচ্ছে এবং সেতুর স্থায়িত্ব বা ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়বে না। প্রসঙ্গত, চলতি বছরের ১৮ মার্চ উদ্বোধন হওয়া ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এ ডুয়েল গেজ রেলসেতুটি দেশের প্রথম এবং সবচেয়ে দীর্ঘ রেলসেতু হিসেবে রেল যোগাযোগে নতুন অধ্যায় সূচনা করেছে। প্রকল্পটির ব্যয় ধরা হয় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। এর মধ্যে জাইকা দিয়েছে প্রায় ৭২ শতাংশ অর্থ, বাকিটা বহন করেছে বাংলাদেশ সরকার। সেতুটি জাপানের ওটিজি ও আইএইচআই কোম্পানি যৌথ উদ্যোগে নির্মাণ করেছে।




Archives
Image
রাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন
Image
বরিশালের চরমোনাইতে মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘চাঁদেরহাট স্পোর্টস ক্লাব’
Image
যমুনা রেলসেতুর পিলারে ‘ফাটল রেখা’, কর্তৃপক্ষ বলছে ‘ক্ষতিকর নয়’
Image
বরিশালে গ্রিল-নেটে বন্দি হচ্ছে ঐতিহ্যবাহী বিবির পুকুর!
Image
বরিশাল সিভিল সার্জন অফিসের সাবেক হিসাব রক্ষকের সম্পদের পাহাড়