Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মোবাইলে এসএসসি’র প্রশ্নপত্র মেলায় আওয়ামী লীগ নেতার জেল 
Saturday September 24, 2022 , 8:22 pm
Print this E-mail this

তার ফেসবুক মেসেঞ্জারে পরীক্ষার প্রশ্ন পত্র দেন রাজীব নামের এক যুবক

মোবাইলে এসএসসি’র প্রশ্নপত্র মেলায় আওয়ামী লীগ নেতার জেল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন সিকদারের মোবাইলে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র মেলায় জেল দেওয়া হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বাঁশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালে ইয়াছিন ধরা পড়েন। পরে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান এ সাজা ঘোষণা করেন। ইয়াছিন সিকদারের বাবার নাম কালু সিকদার। তারা পাঁচগাও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। জানা গেছে, ইয়াছিন সিকদারের ছেলে তামিম সিকদার মনসুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শুরুর এ ঘণ্টার মধ্যে পেকুয়ার রাজীব নামে একজন তার ফেসবুক মেসেঞ্জারে পদার্থ বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন পত্র দেন। বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। পরে তার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত বাঁশতৈল বাজারের নাজিম প্লাজায় অভিযান চালান। সেখানে অবস্থার করছিলেন ইয়াছিন। ভ্রাম্যমাণ আদালত তার মোবাইলে চলমান পরীক্ষার প্রশ্নপত্র পান। পরে ইয়াছিনকে প্রথমে আটক করা হয়। আদালত সাজা ঘোষণা করলে তাকে গ্রেফতার দেখানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মো. হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ইয়াছিন সিকদারকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ১১(খ), (গ) থারা অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস