Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ১৬, ২০২৪ ৭:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মেডিকেল টেকনোলজিস্ট হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন 
Thursday December 30, 2021 , 5:47 pm
Print this E-mail this

করোনাকালীন সময়ে মেডিকেল টেকনোলজিস্টরা সম্মুখসারির যোদ্ধা

মেডিকেল টেকনোলজিস্ট হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : টেকনোলজিস্ট হত্যার প্রতিবাদে বরিশালে সকল মেডিকেল টেকনোলজিস্টের নির্দলীয় ব্যানারে মানববন্ধন করেছে সকল মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল টেকনোলজি ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ, বরিশাল। বৃহস্পতিবার (ডিসেম্বর ৩০) বেলা ১০ টায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক ও বরিশাল মহানগরের আহবায়ক এস এম রাকিবুল হাসান ফয়সাল রাকিব উপস্থিত থেকে করোনা যোদ্ধা সাইফুল ইসলামকে (২৮) পিটিয়ে হত্যার বিচার দাবি করেন।

সাইফুল ইসলাম

হত্যাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীসহ সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান। ২৪ ঘন্টার মধ্যে সাইফুল হত্যাকারীদের গ্রেফতার না করা হলে হুশিয়ারি দিয়ে বলেন, বরিশালসহ সারাদেশের মেডিকেল টেকনোলজিস্টরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও বরিশালের সকল মেডিকেল টেকনোলজিস্ট ও চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের সাথে নিয়ে কঠোর আন্দোলন করা হবে জানান। মানববন্ধনে ফয়সাল রাকিব আরও বলেন, সাইফুল হত্যাকারীদের গ্রেফতার করা না হলে সকলকে নিয়ে আমরণ অনশন করা হবে। তিনি আরও বলেন, মানবতার মা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের সাধারণ মেডিকেল টেকনোলজিস্টদের দাবী, মেডিকেল টেকনোলজিস্টরা আপনার সন্তান। সম্মুখসারির যোদ্ধা। যারা নিজেদের জীবনের তোয়াক্কা না করে করোনাকালীন সময় থেকে নিজের ও পরিবারের কথা চিন্তা না কাজ করে চলেছ। এছাড়াও সাইফুল হত্যার বিচারের দাবীতে বাংলাদেশ আওয়ামী মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলার, সদস্য সচিব ও বিটিইবিএমটিপির সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম শাওনের পরিচালনায়। সমন্বয়ক হিসেবে ছিলেন, বাংলাদেশ আওয়ামী টেকনোলজিস্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল মহানগরের সদস্য সচিব নাজমুল ইসলাম রাকিব। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন-মেডিকেল টেকনলোজিস্ট মোঃ মাসুদ রানা, মোঃ রাকিব হোসেন , মোঃ রফিকুল ইসলাম, মোঃ ফারুক, মোঃ জাকারিয়া পাঠান সহ আরও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, হবিগঞ্জ সদর হসপাতাল টেকনোলজিস্ট ও বাংলাদেশ আওয়ামী মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সদস্য মো: সাইফুল ইসলাম করোনা স্যাম্পল কালেশনের দায়িত্ব থাকাকালিন স্যাম্পল কালেকশনে দেরি হলে কথা কাটাকাটি হয়। এর জেরে দুপুর ১.৩০ হাসপাতাল সংলগ্ন এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা সাইফুল ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হলে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে তাঁর মৃত্যু হয়।




Archives
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু
Image
বরিশালে সিনথিয়ার দায়িত্ব নিলেন ইউএনও ফারিহা
Image
উপজেলা ভোটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এমপি পঙ্কজ নাথের বিরুদ্ধে
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!