Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মুলাদী এ্যাসিল্যান্ড’র মোবাইল কোর্ট অভিযান, অবৈধ বালু উত্তোলনের অপরাধে ২ জনকে জেল 
Friday September 4, 2020 , 11:06 pm
Print this E-mail this

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে-মুহঃ শাহনুর জামান, সহকারী কমিশনার (ভুমি)

মুলাদী এ্যাসিল্যান্ড’র মোবাইল কোর্ট অভিযান, অবৈধ বালু উত্তোলনের অপরাধে ২ জনকে জেল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে জেলা প্রশাসন’র নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুলাদি উপজেলার গাছুয়া ইউনিয়নে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান’র নির্দেশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) মুলাদী মুহঃ শাহনুর জামান। অভিযান চালিয়ে অবৈধভাবে নদী থেক বালু উত্তোলন করার অপরাধে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বরিশাল জেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে (আত্মঘাতি) ড্রেজার চালিয়ে আসছে অসাধু বালু ব্যবসায়ীরা। এদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে জেলা এবং উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ এই অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) মুলাদী মুহঃ শাহনুর জামান’র নেতৃত্ব একটি টিম। এসময় হাতেনাতে ২ জনকে মুলাদী থানা পুলিশের সহযোগিতায় আটক করা হয়। আটককৃত দের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন মুলাদী থানা পুলিশের একটি টিম। সহকারী কমিশনার (ভূমি) বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস