প্রচ্ছদ » স্লাইডার নিউজ » মুজিবনগর দিবসে পিরোজপুরের কাউখালীতে আলোচনা ও ইফতার মাহফিল
Monday April 17, 2023 , 7:49 pm
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা
মুজিবনগর দিবসে পিরোজপুরের কাউখালীতে আলোচনা ও ইফতার মাহফিল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (এপ্রিল ১৭) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।