Current Bangladesh Time
বৃহস্পতিবার এপ্রিল ২৫, ২০২৪ ৩:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মিরপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ 
Thursday September 15, 2022 , 5:37 pm
Print this E-mail this

সারা দেশের পর ঢাকার ১৬টি জায়গায় সমাবেশের ঘোষণা দেয় বিএনপি

মিরপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুরে পাশাপাশি সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে।তবে বিএনপি’র অভিযোগ, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের লাঠিপেটা ও ধাওয়া করেছে। মিরপুরের পল্লবীতে বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষ চলাকালে নেতাকর্মীদের অংশ থেকে ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। গুলির শব্দও শোনা গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আবদুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে সারা দেশের পর ঢাকার ১৬টি জায়গায় সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এখন পর্যন্ত চারটি জায়গায় সমাবেশ হয়েছে। এর মধ্যে উত্তরার কামপাড়া সমাবেশেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে বিএনপি অভিযোগ করেছে। মিরপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ‘পাশাপাশি মাঠে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ ছিল। দুই দলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়। পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে ও টিয়ারশেল নিক্ষেপ করে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ সংঘর্ষের সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ