Current Bangladesh Time
বুধবার মে ১৫, ২০২৪ ৬:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মা ইলিশ রক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন 
Friday October 13, 2023 , 2:51 pm
Print this E-mail this

জেলেদের প্রণোদনার চালসহ নগদ অর্থ সহায়তার দাবি

মা ইলিশ রক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রুপালী মা ইলিশ ও ঝাটকা রক্ষা করার পাশাপাশি জেলেদের প্রণোদনার চালসহ নগদ অর্থ সহায়তা করার দাবিতে চায়না দুয়ারী জাল ও ইলিশের প্রতিকৃতি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে করেছে বরিশালের নদীমাতৃক উপজেলা মেহেন্দিগঞ্জের শিশু স্বপ্ন সংগঠন। শুক্রবার (অক্টোবর ১৩) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিশু স্বপ্ন সংগঠনের সভাপতি লেখক সাইফুল্লাহ নবীনের সভাপতিত্বে বক্তারা বলেন, জেলেদের শুধু চাল দিলেই কি সব শেষ হয়ে যাবে। আমাদের জেলেরা মাছ শিকার করার পেশায় জড়িত থাকলেও মহাজন ও দাদন ব্যবসায়ীদের হাতে মাছ তুলে দিয়ে দেনা ও ঋণমুক্ত হওয়ার জন্য ঠিকমত মাছ খেতে পাই না। এখন আবার সরকার কর্তৃক মাছ ধরা নিষিদ্ধ হওয়ার কারণে ভাতের মার দিয়ে ভাত খেতে হলে সেখানে একটু লবণ ও লঙ্কা মরিচেরও প্রয়োজন আছে, তা কিনব কি দিয়ে। অন্যদিকে, এখনও জেলেরা ঠিকমত চাল পায় না। যারা পাচ্ছে তারা আবার নেতাদের আশীর্বাদ নিয়ে চাল পাচ্ছে। তাই জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের প্রতিনিধিরা যাচাই-বাছাই করে সকল মৎস্য শিকারী জেলেদের চালের সঙ্গে অন্য সব কিছু কেনার জন্য নগদ অর্থ সহায়তা করার জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, অসহায় জেলেদের জাল পুড়ে ক্ষতিগ্রস্ত না করে যেখানে এই অবৈধ জাল উৎপাদন করা হয় সেখানে সরকারিভাবে অভিযান চালিয়ে উৎপাদনকারীদের ধ্বংস করার আহবান জানান। এসময় আরও বক্তব্য রাখেন-শিশু স্বপ্ন সংগঠনের সাধারণ সম্পাদক বরিশাল মহানগর কলেজ লেকচারার সোহেব তালুকদার, সংগঠন সদস্য দিপংকর মিয়া, সদস্য আব্দুস ছালাম ও লেখক সাব্বির আহমেদ প্রমুখ।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!
Image
রড দিয়ে পিটিয়ে শিশু গৃহকর্মী খুন, দম্পতির যাবজ্জীবন
Image
এমভি আবদুল্লাহ ছাড়লেন ২৩ নাবিক
Image
ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত