Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ১৬, ২০২৫ ৩:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মারা গেছেন তিন গোয়েন্দাখ্যাত লেখক রকিব হাসান 
Wednesday October 15, 2025 , 8:07 pm
Print this E-mail this

লেখালেখির শুরুটা সেবা প্রকাশনীতে, লিখেছেন ৪ শতাধিক বই

মারা গেছেন তিন গোয়েন্দাখ্যাত লেখক রকিব হাসান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : তিন গোয়েন্দা সিরিজের লেখক রকিব হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রকিব হাসান নিয়মিত আমাদের হাসপাতালে এসে কিডনি ডায়ালাইসিস করেন। আজও তিনি এসেছিলেন। তবে ডায়ালাইসিস শুরুর কিছুক্ষণ আগে তাঁর মৃত্যু হয়।’ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন।

রকিব হাসানের ছেলে রাহিদ হাসান জানান, ডায়ালাইসিসের জন্য আজ দুপুরে বাবাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। ডায়ালাইসিসের পরপরই তিনি মারা যান। রকিব হাসানের দুটি কিডনিতেই সমস্যা হয়েছিল জানিয়ে ছেলে রাহিদ বলেন, তিন মাস ধরেই তাঁর বাবার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তিনি আরও জানান, রাজধানীর বাসাবোতে তাঁর বাবার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। বাসাবোর একটি কবরস্থানে তাঁকে দাফন করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের বইপড়ুয়াদের একটি বড় অংশের কৈশোরের নিত্যসঙ্গী তিন গোয়েন্দা। জননন্দিত এ সিরিজের স্রষ্টা রকিব হাসান। তাঁর জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর; কুমিল্লায়। তবে বাবার বদলির চাকরির সুবাদে ছেলেবেলা কেটেছে ফেনীতে। ফেনী থেকেই স্কুলজীবন শেষ করে তিনি ভর্তি হন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনার পাট চুকিয়ে নিয়মমতো যোগ দিয়েছিলেন চাকরিতেই। কিন্তু কোথাও মন টেকেনি বেশি দিন। তাই একে একে বদলেছেন বেশ কটা চাকরি। অনেক চেষ্টার পরও অফিসের বাঁধাধরা নয়টা-ছয়টার ঘড়ির কাঁটায় আটকে থাকতে পারেননি। অবশেষে সব ছেড়েছুড়ে লেখালেখি শুরু করলেন একদিন। লেখক সত্তার সঙ্গেই নিজের অচ্ছেদ্য বন্ধন টের পেলেন। তারপর তো লেখালেখিকে বেছে নিলেন পেশা হিসেবে। হলেন পুরোদস্তুর লেখক। আজ কয়েক প্রজন্মের পাঠকের কাছে জনপ্রিয় তিনি। লেখালেখির শুরুটা সেবা প্রকাশনীতে। নামে-বেনামে লিখেছেন চার শতাধিক বই। বিশ্বসেরা ক্লাসিক বইয়ের অনুবাদ দিয়ে শুরু করেছিলেন তিনি। একে একে লিখেছেন টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজসহ অসংখ্য জনপ্রিয় বই। তারপরও শুধু তিন গোয়েন্দার স্রষ্টা হিসেবেই অসংখ্য পাঠকের হৃদয়ের মণিকোঠায় ঠাঁই পেয়েছেন এই ভীষণ প্রচারবিমুখ মানুষটি।




Archives
Image
ফেব্রুয়ারিতে নির্বাচন ঐকমত্য কমিশনের সনদেরই অংশ : প্রধান উপদেষ্টা
Image
মারা গেছেন তিন গোয়েন্দাখ্যাত লেখক রকিব হাসান
Image
বরগুনায় ভাবির পর এবার ভাতিজিকে পিটিয়ে হত্যা, যুবক গ্রেফতার
Image
রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ড : নিহত ১৬ জনের মধ্যে ৭ জন নারী, ৯ জন পুরুষ
Image
বরিশালে সন্দেহভাজন ভারতীয় নারী আটক