Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মরণঘাতী করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী 
Friday March 13, 2020 , 11:48 am
Print this E-mail this

বর্তমানে ঢাকার হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন

মরণঘাতী করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মরণঘাতী করোনাভাইরাস নিয়ে দেশে আতঙ্কের মধ্যেই এডিশ মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজন ডেঙ্গু রোগী রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন।অধিদপ্তরের সর্বশেষ বার্তা অনুযায়ী, বর্তমানে ঢাকার হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গতকাল সকাল ৮টা পর্যন্ত নতুন তিনজনসহ মোট পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চলতি বছরে এখন পর্যন্ত ২৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৫০ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। গত বছর দেশে ডেঙ্গু জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। এ সময়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ২৭৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পায়। তারা সবগুলো পর্যালোচনা করে ১৭৯ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে। এ ছাড়া গত বছর দেশে এক লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন এক লাখ ১ হাজার ৩৭ জন।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু