Current Bangladesh Time
বুধবার মে ১৫, ২০২৪ ৬:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলা বোরহানগঞ্জ জননী মেডিকেল হলে অভিযান, ভুয়া এক ডাক্তারকে জরিমানা 
Monday December 2, 2019 , 6:46 pm
Print this E-mail this

ভোলা বোরহানগঞ্জ জননী মেডিকেল হলে অভিযান, ভুয়া এক ডাক্তারকে জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আজ ০২-১২-১৯ ভোলা বোরহানউদ্দিন উপজেলায় বোরহানগঞ্জ বাজারে অভিযানে এক ভুয়া ডাক্তারকে জরিমানা করা হয়েছে। ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় বোরহানগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন। বোরহানগঞ্জ জননী মেডিকেল হলে অভিযান চালানো হয়। অভিযানকালে জননী ফার্মেসীর মালিক উত্তম কুমারকে (যিনি ১৫ দিনের শিশুরোগ বিষয়ক কোর্স করেছেন। নিজের নামের আগে ডাঃ সম্বলিত ভিজিটিং কার্ড ব্যবহার করেন।) মিথ্যা ডাক্তারের পরিচয় প্রদানের কারনে জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারায় বিশ টাকা জরিমানা আদায় করা হয়। উল্লেখ্য, তার প্রতিষ্ঠান থেকে ডি এ আর বিহীন অনেক ভেজাল ঔষধ স্পটে ধ্বংস করা হয়।

নিউ সৈয়দ মেডিকেল হল

এছাড়াও বোরহানউদ্দিন সদর বাজারে নিউ সৈয়দ মেডিকেল হলকে ২৭ টাকার অয়েন্টমেন্ট ৮০ টাকা রাখার অভিযোগের প্রেক্ষিতে এবং অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় ৪০ ধারা অনুযায়ী চার হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলার, সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদুল হাসান। সাথে ছিলেন-বোরহানউদ্দিন উপজেলা স্যানেটারী অফিসার মোঃ নাছির উদ্দীন এবং সহযোগিতা করেন বোরহান উদ্দিন থানার পুলিশ টিম।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!
Image
রড দিয়ে পিটিয়ে শিশু গৃহকর্মী খুন, দম্পতির যাবজ্জীবন
Image
এমভি আবদুল্লাহ ছাড়লেন ২৩ নাবিক
Image
ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত