Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ১৯, ২০২৪ ৬:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভুয়া সাংবাদিক পরিচয়, ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত : সাংবাদিক পরিচয়ে যাত্রী বহন 
Monday July 12, 2021 , 8:12 pm
Print this E-mail this

যাত্রী বলেছেন, ২৫০ টাকায় চুক্তি করেছেন মিরপুর থেকে জুরাইন যাবেন, দুই হাজার টাকার মামলা

ভুয়া সাংবাদিক পরিচয়, ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত : সাংবাদিক পরিচয়ে যাত্রী বহন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভুয়া সাংবাদিক পরিচয়, ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত ও হাইকোর্টের রিট অমান্য করে মোটরসাইকেলে যাত্রী বহন করায় আলামিন নামে এক যুবককে দুই হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। সোমবার (জুলাই ১২) দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচক্কর চেকপোস্টে এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চক্করে চেকপোস্ট পার হওয়ার সময় আলামিনের গতি রোধ করলে, তিনি বলেন, আমি সাংবাদিক। ট্রাফিক পুলিশ জানতে চায় কোথাকার সাংবাদিক, কোথায় কাজ করেন। তখন আলামিন বলেন সিএমএন অনলাইনে ও পিস টিভি অনলাইনে কাজ করি। আলামিন  বলেন, মিরপুর ১৪ নম্বর থেকে মিরপুর ১০ এসেছি। আমি আমার বসের সঙ্গে দেখা করতে জুরাইন যাচ্ছি। আমার মোটরসাইকেলের পিছনে আমার ছোট ভাই যাচ্ছে। এক প্রশ্নের জবাবে আলামিন বলেন, সিএমএন অনলাইনের আইডি কার্ড দেখিয়ে বলে আমি এখানকার প্রতিবেদক। বসের সঙ্গে দেখা করা আমার কাজ। এছাড়া আজকে আমার কোনো কাজ নেই। আমি পিস টিভি অনলাইনেও কাজ করি। আলামিনের মোটর সাইকেলের পিছনে বসা যাত্রী মো: রাসেল। তিনি বলেন, আমি মিরপুর ১১ নম্বর বাস স্ট্যান্ড থেকে এই মোটরসাইকেলে উঠেছি। ২৫০ টাকা ভাড়ায় জুরাইন যাব। আমি মিরপুরে ডাক্তার দেখাতে এসেছিলাম। জুরাইনে বোনের বাসায় থাকবো। লকডাউন শেষ হলে বাড়ি ফিরে যাব। এ বিষয়ে পল্লবী বিভাগের ট্রাফিক সার্জেন্ট মাহবুব বলেন, আলামিন বেশ কিছু অপরাধ করেছেন। ভুয়া সাংবাদিক পরিচয় দিয়েছেন। সাংবাদিকের ভুয়া ‘সিএমএন’ অনলাইনের আইডি কার্ড দেখিয়েছেন। মোটরসাইকেল ও মাথার হেলমেটে প্রেস লেখা স্টিকার লাগিয়েছেন। হাইকোর্ট লকডাউনে মোটর সাইকেলে চুক্তিভিত্তিক রাইড শেয়ারিং বন্ধের নির্দেশনা দিয়েছে। তিন হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন। কোথায় কার কাছে যাবেন তার সদুত্তর দিতে পারেনি আলামিন। তিনি আরও বলেন, তিনি (আলামিন) মোটর সাইকেলের পিছনে যে যাত্রী উঠিয়েছেন। সেই যাত্রী বলেছেন, ২৫০ টাকায় চুক্তি করেছেন মিরপুর থেকে জুরাইন যাবেন। মোটরসাইকেল চালক মিথ্যে কথা বলেছে। বিভিন্ন অপরাধের কারণে তাকে দুই হাজার টাকার মামলা দেওয়া হয়েছে।




Archives
Image
অভিমান ভুলে একসঙ্গে পর্দায় ফিরছেন তাহসান-মিথিলা
Image
বোতলজাত সয়াবিনের লিটারে দাম বাড়ল ৪ টাকা
Image
শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে পারছেন না ফেরদৌস-মৌসুমী!
Image
একই পরিবারে নিহত ৬, হানিমুনে যাওয়া হলো না নবদম্পতির
Image
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ প্রধানমন্ত্রীর