Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’ এখন ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে 
Tuesday March 2, 2021 , 4:31 pm
Print this E-mail this

স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা পেতে বিভিন্ন এলাকার লোকজন যোগাযোগ শুরু করেছে

ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’ এখন ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’ এখন সুগন্ধা নদীর তীরে। ঝালকাঠি পৌর এলাকার বাসিন্দাদের নাম মাত্র ফি তে চিকিৎসা সেবা দেওয়া হবে। স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা পেতে বিভিন্ন এলাকার লোকজন চিকিৎসা শুরু হওয়ার আগেই যোগাযোগ শুরু করেছে। হাসপাতালটি ১২ শয্যার। এতে তিনজন চিকিৎসক দিয়ে নাক, কান, গলা ও চক্ষু চিকিৎসা ও বিশেষজ্ঞ সার্জন দিয়ে অস্ত্রোপচার এবং হাড়জোড়া, হাড়ভাঙা,পঙ্গুত্ব, জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের চিকিৎসা, প্লাস্টিক সার্জারিসহ অন্যান্য চিকিৎসাসেবা দেওয়া হবে বলে। বেসরকারি সংস্থা ইমপ্যাক্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পরিচালনাধীন হাসপাতালটি ঝালকাঠির ডিসি পার্কের সুগন্ধা নদীর তীরে নোঙর ফেলেছে সোমবার সকালে। আগামী ৭ মার্চ থেকে চিকিৎসা সেবা শুরু হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালটি ১২ শয্যার। চিকিৎসক তিনজন। এর মধ্যে একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞ, একজন চোখের, একজন অর্থোপেডিকসের। চারজন নার্স, দু’জন কর্মকর্তাসহ মোট ৩৫ জন আছে হাসপাতালে। মুমূর্ষু রোগীদের আনা-নেওয়ার জন্য স্পিডবোট আছে দুটি। এখানে নিয়মিত এক্স-রে, রক্তসহ বেশকিছু পরীক্ষা করার ব্যবস্থা আছে। হাসপাতালটিতে স্বল্পমূল্যে চক্ষু রোগের চিকিৎসা করা হয়। লেন্স সংযোজনের মাধ্যমে চোখের ছানি অস্ত্রোপচার করা হয়। ভাসমান হাসপাতালে ফ্যাকো সার্জারিরও ব্যবস্থা আছে। পঙ্গু রোগীদের সহায়ক সামগ্রী দেওয়া হয়।




Archives
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
শহীদ মিনারে লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা
Image
যাবজ্জীবন বন্দিদের সাজা কমিয়ে মুক্তি দিতে চায় সরকার
Image
পটুয়াখালী নয়, বরিশাল পর্যন্ত রেলওয়ের প্ল্যান : সাখাওয়াত হোসেন
Image
টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা