Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভাঙলো আরিফিন শুভর সাড়ে নয় বছরের সংসার 
Wednesday July 31, 2024 , 9:41 pm
Print this E-mail this

পেশায় ফ্যাশন ডিজাইনার, অর্পিতার বাবার বাড়ি কলকাতায়

ভাঙলো আরিফিন শুভর সাড়ে নয় বছরের সংসার


মুক্তখবর বিনোদন ডেস্ক : ভেঙে গেলো ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও কলকাতার মেয়ে অর্পিতা সমাদ্দারের সাড়ে নয় বছরের সংসার। গেল ২০ জুলাই তাদের বৈবাহিক সম্পর্কে ছেদ পড়েছে। বুধবার (৩১ জুলাই) রাতে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন নায়ক নিজেই। দেশের এমন পরিস্থিতে ব্যক্তিগত জীবনের এই খবর জানানোর জন্য দ্বিধা ও সংকোচ বোধ করেছেন উল্লেখ করে আরিফিন শুভ। বিবৃতির শুরুতে তিনি লেখেন, দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোন কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।বুধবার রাত ৯টা ২৫ মিনিটে সামাজিকমাধ্যমে করা ওই পোস্টে সম্পর্ক ছেদের খবর শুভ লেখেন, আমি অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসাবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকী জীবন নিজেদের মত করে বাঁচব। এরপরই কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করেছেন প্রাক্তনের প্রতি লেখেন, অনেক চড়াই-উৎরাই এর পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্তদের জন্য শুভ বলছেন, মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকী জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব। দেশের সাম্প্রতিক কোটা আন্দোলনের ঘটনা নিয়েও কথা বলেছেন এই ঢালিউড নায়ক। বিবৃতির শেষ অংশে শুভ লেখেন, দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক এই কামনায়। পেশায় ফ্যাশন ডিজাইনার অর্পিতা। তার বাবার বাড়ি কলকাতায়। তবে কাজের সুবাদে ঢাকায় থাকতেন। এরপর পরিচয় ও প্রেম শুরু হয় আরিফিন শুভর সঙ্গে। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন তারা। অর্পিতাকে সচরাচর পাবলিক অনুষ্ঠানে শুভর সঙ্গে দেখা যেত না।




Archives
Image
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার
Image
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
Image
বরিশালে র‍্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
Image
১৭ বিয়ের অভিযোগে ডিএফও কবির হোসেন সাময়িক বরখাস্ত
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা