Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৩:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ব‌রিশালে ৬৪০০ বস্তা সারসহ সন্ধ্যা নদীতে ট্রলারডুবি 
Tuesday November 23, 2021 , 1:09 am
Print this E-mail this

বাল্কহেড‌টি‌তে সরকারি সার ছিল, কীভাবে ডুবল তা নিশ্চিত হওয়া যায়নি

ব‌রিশালে ৬৪০০ বস্তা সারসহ সন্ধ্যা নদীতে ট্রলারডুবি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ব‌রিশালের সন্ধ‌্যা নদী‌তে সাড়ে ৬ হাজার বস্তা সার নিয়ে ডুবে গেছে এক‌টি বাল্কহেড। এর চালক ও দুই শ্রমিক সাঁতরে তীরে উঠতে পেরেছেন। জেলার বানারীপাড়া উপজেলার খোদাবকস এলাকার সন্ধ্যা নদীতে সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি  নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন কুমার সাহা। শ‌ফিকুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘দুপু‌রের দি‌কে আমরা নদীর পাড় থেকে দেখি সবুজ রঙের একটি বাল্কহেড ধীরে ধীরে ডুবে যাচ্ছে। বিকেল ৪টার দিকে এটি পুরোপুরি ডুবে যায়।’ বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘৫০ কেজি ওজনের সাড়ে ৬ হাজার বস্তা সার ছিল বাল্কহেড‌টিতে। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া থেকে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গুদামে সারগুলো নেয়া হচ্ছিল। পানিতে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে সারগুলো নষ্ট হয়ে গেছে। আর বাল্কহেড‌টিও নদীতে পুরোপুরি নিমজ্জিত হয়ে গেছে। ‘সন্ধ্যায় আমার অনুপস্থিতিতে বাল্কহেডের মালিকপক্ষ থানায় এসেছিলেন। তারা জানিয়েছেন বাল্কহেডে যারা ছিল তারা অক্ষতভাবেই নদীর তীরে উঠতে পেরেছেন। আগামীকাল (মঙ্গলবার) বাল্কহেড উত্তোলনের কাজ শুরু করবেন তারা। বাল্কহেডের মালিক থানায় জানিয়েছেন সারের বস্তাগুলো তার।’ বানারীপাড়া পৌরসভার মেয়র মনির হোসেন বলেন, ‘ডুবে যাওয়া বাল্কহেডের অবস্থান শনাক্ত করে রাখা হয়েছে।’ ইউএনও রিপন কুমার সাহা বলেন, ‘ধারণা করছি বাল্কহেড‌টি‌তে সরকারি সার ছিল। এটি কীভাবে ডুবল তা নিশ্চিত হওয়া যায়নি। বাল্কহেড মালিক বা শ্রমিকদের সঙ্গে কথা না হওয়ায় বিস্তারিত বলতে পারছি না।’




Archives
Image
শ্রমিকের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার