Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ব্রাহ্মণবাড়িয়ায় নারীকে জবাই করে আগুনে পুড়িয়ে হত্যা, যুবক আটক 
Wednesday December 25, 2024 , 6:51 pm
Print this E-mail this

যে রনিকে কোলে পিঠে করে মানুষ করেছেন তার হাতেই খুন হন শারমীন বেগম

ব্রাহ্মণবাড়িয়ায় নারীকে জবাই করে আগুনে পুড়িয়ে হত্যা, যুবক আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ফারহান রনিকে কোলে পিঠে করে মানুষ করেছেন শারমীন বেগম ওরফে হরলুজা বেগম (৪৭)। রনির স্বজনের জায়গাতেই স্বামী-সন্তানদের নিয়ে থাকতেন শারমীন। পারিবারিকভাবেও তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। এ অবস্থায় শারমীনকে এভাবে পৈচাশিকভাবে হত্যার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না তার পরিবার। ঘাতক রনির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তারা। এদিকে এ ঘটনায় শারমীন বেগমের বড় মেয়ে রুমা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেছেন। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে রনিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। পুলিশ জানায়, হত্যাকাণ্ড নিয়ে রনি অসংলগ্ন কথা বলছেন। তিনি বলতে চাইছেন শারমীন তাকে তাবিজ করেছিলেন। তার এক মেয়েকে রনি বিয়ে করতে চেয়েছিলেন। এসব কারণে তিনি তাকে হত্যা করেছেন। স্থানীয়রা জানান, ফারহান রনি মাদকাসক্ত। একই সঙ্গে তিনি চুরি, ছিনতাইয়ে জড়িত। পরিবারও তার জ্বালায় অতিষ্ঠ। গত কিছুদিন ধরে রনির বাবা যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূইয়া বাড়ির বাইরে অবস্থান করছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারে একটি পরিত্যক্ত ঘরে নির্মমভাবে হত্যার শিকার হন শারমীন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এনামুল ও তার ভাই রোমানদের বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। দুই ভাইসহ কয়েকজন মঙ্গলবার সকাল ৭টার দিকে হাঁস খুঁজতে এসে রনির বাবা শাহনেওয়াজ ভুইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়ার গন্ধ পান। কিসের ধোঁয়া জানতে চাইলে সেখানে থাকা ফারহান রনি জানান যে তিনি পাতা পোড়াচ্ছেন। এ কথা বিশ্বাস হয়নি হাঁসের মালিক এনামুল ও রোমানের। তাদের ধারণা ছিল, হয়তো তাদের রাজহাঁস পোড়ানো হচ্ছে। এজন্য তাদের সঙ্গে থাকা চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কী দেখতে চান। এতে রনি ক্ষুব্ধ হয়ে তাদের মারার হুমকি দেন এবং এ নিয়ে কথাকাটাকাটি হলে হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। এতে সন্দেহ হলে গ্রামের লোকজন মিলে ভেতরে গিয়ে গর্তে পুড়তে থাকা মানুষের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ বের ওই যুবক। পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক হত্যার কাহিনী। শারমীনের মাথা কেটে পাশের জমিতে পুঁতে রাখেন রনি। আর দেহ পরিত্যক্ত ঘরে গর্ত করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পরে রনির দেওয়া তথ্যানুযায়ী পাশের একটি পুকুরপাড়ের জমিতে পুঁতে রাখা মাথা উদ্ধার করা হয়। রনির স্বীকারোক্তি মতে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। শারমীন উপজেলার হীরাপুর গ্রামের কলোনি এলাকার মো. নুরুল ইসলাম বেপারীর স্ত্রী। শারমীনের বড় মেয়ে রুমার দাবি, চুরি করা হাঁস রান্নার জন্য তার মাকে মঙ্গলবার ভোরে ডেকে নিয়ে যান রনি। মা হয়তো এতে রাজি না হওয়ায় তাকে এভাবে হত্যা করা হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে. ছমিউদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রনি একেক সময় একেক কথা বলছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




Archives
Image
শহীদ মিনারে লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা
Image
যাবজ্জীবন বন্দিদের সাজা কমিয়ে মুক্তি দিতে চায় সরকার
Image
পটুয়াখালী নয়, বরিশাল পর্যন্ত রেলওয়ের প্ল্যান : সাখাওয়াত হোসেন
Image
টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
Image
১৭ বিয়ে, বরিশালে বন কর্মকর্তার অফিসের সামনে স্ত্রী’দের মানববন্ধন!