Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বেশি দামে বরিশালে লবণ বিক্রি, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা 
Wednesday November 20, 2019 , 10:38 am
Print this E-mail this

বেশি দামে বরিশালে লবণ বিক্রি, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাড়তি দামে লবণ বিক্রি রোধে বরিশালে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। বাড়তি দামে লবণ বিক্রির অভিযোগে বরিশালের ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, এ ব্যাপারে গোটা বরিশালে প্রশাসন সজাগ রয়েছে। বাড়তি দামে লবণ বিক্রির অপরাধে বরিশালের ৬টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লবণের দাম বেশি রাখায় ২ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান অধিদপ্তরের কর্মকর্তা মো: শাহ শোয়াইব মিয়া।

এদিকে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে লবন বিক্রির দায়ে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার থেকে দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে মাহিলাড়া বাজারে ক্রেতারা লবন কিনতে গেলে ব্যবসায়ী স্বপন ও সবুজ চোকদার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দাম চাওয়ায় বিষয়টি থানা পুলিশকে অবহিত করে ক্রেতারা। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে বলেও জানাগেছে।

অপরদিকে গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রি করায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ১০ দোকানিকে ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলায় অভিযান চালিয়ে দোকানিদের এ জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় কাজিরহাট থানার পরিদর্শক (তদন্ত) আ: খালেকসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম জানান, বাড়তি দামে লবণ বিক্রি করায় মেহেন্দিগঞ্জে ১০ দোকানদারকে ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু