Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বেশি দামে নিত্যপণ্য ও মাক্স বিক্রি, বরিশালে ৪ ব্যবসায়ীকে জরিমানা 
Tuesday March 24, 2020 , 6:07 pm
Print this E-mail this

ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা

বেশি দামে নিত্যপণ্য ও মাক্স বিক্রি, বরিশালে ৪ ব্যবসায়ীকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও করোনা প্রতিরোধের মাক্স বিক্রি করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানে জরিমানা করা ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ (২৪ মার্চ) মঙ্গলবার সকাল থেকে নগরীতে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে সাগরদী বাজার ও রুপাতলী বাজার এলাকায় ৪ টি দোকানে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সাগরদী বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজসহ অন্যান্য পণ্য বিক্রয় করার অপরাধে সেলিম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি একই বাজারে অভিযান চালিয়ে মেডিসিনের দোকানে অধিক মূল্যে মাস্ক এবং হ্যান্ড গ্লোবস বিক্রয় করার অপরাধে সেবা মেডিকেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে রুপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে রসুনসহ অন্যান্য পণ্য বিক্রয় করার অপরাধে গাজী স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একই বাজারে অভিযান চালিয়ে একটি মেডিসিনের দোকানে অধিক মূল্যে মাস্ক এবং হ্যান্ড গ্লোবস বিক্রয় করার অপরাধে শরিফ ড্রাগ হাউজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত জরিমানা করার পাশাপাশি তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এহেন অপরাধ পরিহার করার জন্য পরামর্শ দেয়ার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রান্ত গণসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ জাকির হোসেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।




Archives
Image
শ্রমিকের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার