Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিসিসি নির্বাচন : রিটার্নিং কর্মকর্তার প্রত্যাহার চান জাপার প্রার্থী 
Tuesday May 9, 2023 , 9:10 pm
Print this E-mail this

ইভিএম’র সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ব্যালটে ভোট গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ

বিসিসি নির্বাচন : রিটার্নিং কর্মকর্তার প্রত্যাহার চান জাপার প্রার্থী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে (বিসিসি) ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বাদ দিয়ে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ, নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েন এবং নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর ডাকযোগে তিনি একটি দরখাস্ত দিয়েছেন। মঙ্গলবার (মে ৯) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস নিজেই। জাপার এ প্রার্থী বলেন, গত ২৯ এপ্রিল আমি একটি সংবাদ সম্মেলন করি। এরপরই ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ, নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েন এবং নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে সিইসি বরাবর দরখাস্তটি পাঠানো হয়। এ ছাড়া সোমবার (মে ৮) আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিবের নেতৃত্বে আমি সহ একটি টিম প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ ছিলেন, তাই আমরা তার সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি। ফলে দরখাস্তটি আমরা সরাসরি তার হাতে দিতে পারিনি। ডাকযোগে পাঠানো তাপসের নির্বাচনী প্রধান সমন্বয়কারী ও বরিশাল মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল স্বাক্ষরিত দরখাস্তের লিখিত অনুলিপিটি হাতে এসেছে গণমাধ্যমকর্মীদের। এতে উল্লেখ করা হয়েছে, আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশন কর্তৃক ইতোমধ্যে ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু সর্বস্তরের জনগণ ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানিয়ে আসছে। তাই জাতীয় পার্টির পক্ষ থেকে বরিশাল সিটির বৃহত্তর জনগোষ্ঠীর প্রত্যাশার সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবশ্যই ইভিএম’র সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ব্যালটে ভোট গ্রহণের সিদ্ধান্ত গ্রহণে জোর আবেদন জানানো হচ্ছে। তাপসের দরখাস্তে নির্বাচনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে ভোট গ্রহণ ও সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েনের আহ্বান জানানো হয়। বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে গত ২৯ এপ্রিল সকাল ১০ টায় বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার বিষয়টিও দরখাস্তে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বারিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার হুমায়ূন কবিরকে প্রত্যাহারের জোর দাবি জানিয়ে ওই দরখাস্তে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার আবেদন জানানো হয়। নির্বাচন অনুষ্ঠিত করার আগেই ভোট দেওয়ার ক্ষেত্রে সব ভীতি-সংশয় কাটিয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টিরও দাবি করা হয় তাতে। এসব বিষয়ে কথা হলে তাপস বলেন, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে হলে আগে ব্যালটের ভোট করতে হবে। সেইসাথে আমাদের প্রতি বিমাতাসূলভ আচরণ পরিহার করতে হবে। আর যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তাকে প্রত্যাহারও করতে হবে। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল সিটি নির্বাচন-২০২৩ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের উপস্থিতিতে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব। বরিশালের নির্বাচন নিয়ে কোনো অভিযোগ পেয়েছেন কিনা, জানতে চাইলে এমন কিছু তার কাছে যায়নি বলে তিনি জানান।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু