Current Bangladesh Time
সোমবার জুলাই ৭, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিসিসি নির্বাচন : মেয়র পদে ১০, কাউন্সিলর পদে ১৮৮ জনের মনোনয়ন দাখিল 
Tuesday May 16, 2023 , 8:09 pm
Print this E-mail this

১৮ মে যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার শেষ দিন ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৬ মে, ভোটগ্রহণ ১২ জুন

বিসিসি নির্বাচন : মেয়র পদে ১০, কাউন্সিলর পদে ১৮৮ জনের মনোনয়ন দাখিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে ১৯৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে মেয়র পদে ১০জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৬ জন এবং সংরক্ষিত পদে ৪২ জন প্রার্থী। মঙ্গলবার (মে ১৬) মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ দিনের নির্ধারিত সময় শেষে এসব তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, মেয়র পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত চারজন এবং ৬ জন স্বতন্ত্র মেয়র প্রার্থী রয়েছেন। এছাড়া ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়ন জমা দেন। মেয়র প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করিম, জাতীয় পার্টি মনোনীত ইকবাল হোসেন তাপস এবং জাকের পার্টি মনোনীত মিজানুর রহমান বাচ্চু। এছাড়া স্বতন্ত্র প্রার্থী-আলী হোসেন হাওলাদার, লুৎফুল কবির, কামরুল আহসান রুপন, মোঃ আসাদুজ্জামান, সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের এবং মোঃ নেছার উদ্দীন। জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীর মধ্যে কামরুল আহসান রুপন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে। এছাড়া সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ভাই। তফসিল অনুসারে, আজ ১৬ মে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিন ছিল। আগামী ১৮ মে যাচাই-বাছাই হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ মে। ভোটগ্রহণ হবে ১২ জুন।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা