Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৮:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিসিসি নির্বাচন : দিচ্ছেন প্রতিশ্রুতি, নিচ্ছেন ওয়াদা 
Tuesday May 30, 2023 , 12:56 pm
Print this E-mail this

প্রতীক বরাদ্দ দেয়ার পরপরই প্রচারণায় নেমেছেন প্রতিদ্বন্দ্বীরা

বিসিসি নির্বাচন : দিচ্ছেন প্রতিশ্রুতি, নিচ্ছেন ওয়াদা


ফাহিম ফিরোজ, অতিথি প্রতিবেদক : আর মাত্র ১৩ দিন বাকি বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন। নির্বাচনের আগ মুহূর্তে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। পাশাপাশি নিয়ে আসছেন ভোট দেয়ার ওয়াদা। এমন প্রতিশ্রুতির বাণী এখন মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের মুখে মুখে। ২৬ মে শুক্রবার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার পরপরই ভোটের মাঠে প্রচারণায় নেমেছেন প্রতিদ্বন্দ্বীরা। ভোটারদের সমর্থনে নগরীর অলিগলি চসে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পর নির্বাচন জমে উঠেছে বরিশাল সিটি নির্বাচন। পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। হন্যে হয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। করছেন উঠান বৈঠক-সভা-সমাবেশ। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশা করছেন মেয়র প্রার্থীরা। তাদের পক্ষে নেমেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি সড়কের সংস্কার, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা, বর্ধিত এলাকার উন্নয়ন, আধুনিক নগরী গড়ে তুলতে দিচ্ছেন নানা কর্মকান্ডের প্রতিশ্রুতি। গতকাল সোমবার নৌকা মার্কার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত নগরীর চকবাজার ও বাজার রোডের ব্যবসায়ী এবং বাসিন্দাদের মাঝে গণসংযোগ করেন। বিকেল ৪টায় ২৫ ওয়ার্ডে ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেছেন। এছাড়া সন্ধ্যা ৭টায় ১নং ওয়ার্ডে উঠান বৈঠকে ভোটারদের কাছে চেয়েছেন সমর্থন এবং দিয়েছেন উন্নয়নের প্রতিশ্রুতি। একইভাবে প্রচারণায় ভোটাদের সমর্থন চেয়ে প্রতিশ্রুতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাতপাখা মার্কার সমর্থনে নগরীর ১১ ও ১২নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। এছাড়া নগরীর ২৭, ১৭ ও ৫ নং ওয়ার্ডে গণসংযোগ করেন ফয়জুল করিম। এ সময় ভোটারদের কাছে ভোট চেয়ে নান্দনিক নগর গড়তে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস লাঙ্গল প্রতীক পাওয়ার পর থেকেই ব্যস্ত সময় পাড় করছেন। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। শুনছেন নানা সমস্যার কথা দিচ্ছেন সমাধাণেরও প্রতিশ্রুতি। গতকাল সোমবার তিনি ২নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এছাড়া ১২ ও ২৪ নং ওয়ার্ডে উঠান বৈঠকে ভোটারদের সমর্থন চেয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি ভোটারদের দিয়েছেন নানা প্রতিশ্রুতি। বলেছেন পূর্বের মেয়র যা করতে পারেনি, তিনি তা করে দেখাবেন। এছাড়া প্রচারণায় ব্যস্ত জাকের পার্টির মেয়র প্রার্থী মিজানুর রহমান বাচ্চু। তিনি গোলাপ ফুল প্রতীকের সমর্থনে ভোট চাইছেন। একইভাবে প্রচারণা এবং প্রতিশ্রুতিতে পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। তারাও নগরবাসীকে দিচ্ছেন নানা ধরণের প্রতিশ্রুতি। কামরুল আহসান রুপন টেবিল ঘড়ি প্রতীকে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। নগরীর বর্ধিত এলাকায় প্রচারণা শুরু করেছেন। ভোটারদের সমর্থণে দিচ্ছেন বর্ধিত এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার হরিণ ও আসাদুজ্জামান হাতি প্রতীক মার্কায় ভোট চাইছেন ভোটারদের কাছে। এদিকে প্রচারণায় ব্যস্ত সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরাও। তারাও নগরীর অলি-গলিতে প্রচারণা চালাচ্ছেন। ভোট দেওয়ার জন্য ভোটার কাছ থেকে নিচ্ছেন ওয়াদা। পাশাপাশি উন্নত আধুনিক ওয়ার্ড গড়তে দিচ্ছেন নানা ধরণের প্রতিশ্রুতি। উল্লেখ্য, ১২ জুন বরিশাল সিটিতে ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪শ’ ৮৯ জন।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু