প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বিসিসি নির্বাচনে সংরক্ষিত ৭ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন রোকসানা আইভি
Tuesday May 16, 2023 , 2:19 pm
মানুষের পাশে আগে ছিলাম, এখন আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ-আইভি
বিসিসি নির্বাচনে সংরক্ষিত ৭ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন রোকসানা আইভি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত সাত অর্থাৎ ১৯-২০ এবং ২১ নম্বর ওয়ার্ডে মহিলা সংরক্ষিত আসনের পদপ্রার্থী হিসেবে ১৫ মে সোমবার বিকাল তিন ঘটিকায় বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসে সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রোকসানা বেগম আইভি। বরিশাল সিটি নির্বাচনের সংরক্ষিত সাত আসনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুফ হারুন মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন-মনিরুল আলম পান্না, মুন্নি, কাউয়ুম খান, মিজানুর রহমান পান্নাসহ অন্যান্য ব্যক্তিবর্গ। মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মহিলা সংরক্ষিত আসনের রোকসানা বেগম আইভি বলেন, আগামী ১২ জুনের নির্বাচনে ভোটারদের মূল্যবান ভোটে যদি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই তাহলে সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। এসময় তিনি আরও বলেন মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম, আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করবো। মানুষের পাশে আগে ছিলাম, এখন আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আগামী ২৬ মে প্রতীক পাবার পরে প্রতিটি ভোটারের কাছে যাবো।