Current Bangladesh Time
বুধবার মে ২২, ২০২৪ ৬:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিসিসি’র প্লান শাখার এক পিয়নের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ 
Saturday June 26, 2021 , 8:12 pm
Print this E-mail this

বাড়ির মালিক নগরীর ৩০ নং ওয়ার্ড গনপাড়া এলাকার বাসীন্দা রতন কুমার দাস

বিসিসি’র প্লান শাখার এক পিয়নের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসির) প্লানিং সেল শাখার কর্মচারী বুখারী ইসলামের বিরুদ্বে বাড়ির মালিককে জোর করে বাড়ির প্লাানের এল ইউ সি দেওয়া সহ অন্য কর্মকর্তাদের ম্যানেজ করার কথা বলে পর্যায়ক্রমে ৮০ হাজার টাকা ঘুষ নিয়ে আবার তদন্তের ভয়ে বিসিসিতে দেওয়া অভিযোগ উঠিয়ে নিতে ভয়ভীতি দেখিয়ে আবেদন পত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাড়ির মালিক নগরীর ৩০ নং ওয়ার্ড গনপাড়া এলাকার বাসীন্দা রতন কুমার দাসের সাথে এমন কর্মকান্ডে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় শেষ উপায়ন্ত না পেয়ে বিসিসি মেয়রের কাছে গত ২৩ জুন তারিখ পিয়ন বোখারীর বিরুদ্বে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে রতন কুমার দাস উল্লেখ করেন, তার বাড়ির প্লানের খটঈ সার্টিফিকেট বাবদ বোখারী প্রথমে ৪০ হাজার টাকা নেয়। বাড়ি নির্মাণ কাজ শুরু করতে বলে পিয়ন বুখারী। যদি কোন সমস্যা হয়, তবে সেটাও ম্যানেজ করবেন তিনি। সার্ভে রিপোটে নির্মাণ কাজ যাতে চলমান লেখা না আসে এজন্য বোখারী সার্ভেয়ার তাপসের কথা বলে ২০ হাজার টাকা ও নগর উন্নয়ন অধিদপ্তরের অফিসার বাইজিদের কথা বলে ২০ হাজার টাকা নেয়। কিন্তু সার্ভে রিপোর্টে যখন নির্মান কাজ চলমান লেখা আসলে আমি বোখারীকে বলি এটা করবো? তখন বোখারী বলে কোন সমস্যা নেই। আরো ৪০ হাজার টাকা দেন। ২০হাজার টাকা ড্রয়িং বাবদ আর বাকি ২০ হাজার প্লান মিটিং অফিসারকে দিতে হবে। যাতে কোন জরিমানা না হয়। এরকমের করে পিয়ন বোখারী সর্বমোট ৮০হাজার টাকা ঘুষ নিলেও তার বাড়ি নির্মানের প্লাান ফাইল এখনো আটকা আছে বলে জানান ভুক্তিভুগী রতন কুমার দাস। বোখারীর নিকট ফাইল চাইলে তিনি নয়-ছয় শুরু করেন বলে জানান রতন কুমার দাস। বিষয়টি নিয়ে বিসিসি’র মেয়রের নিকট একটি অভিযোগ দাখিল করেন ভুক্তিভুগী রতন কুমার দাস। শুরু হয় তদন্ত। আর তদন্তে সকল কিছুর গোমর ফাসঁ হওয়ার ভয়ে এবং নিজেকে সেইভ সাইডে রাখতে নতুন প্রতারনার আশ্রয় নেন পিয়ন বোখারী ইসলাম। রতন কুমার দাস গণমাধ্যম কর্মীদের কাছে আরো অভিযোগ করে বলেন, শাক দিয়ে মাছ ডাকতে গত ২৪ তারিখ পিয়ন বোখারী ইসলাম তার দলবল নিয়ে আমার বাড়িতে গিয়ে কৌশলগতভাবে আমার ছেলে রবিন দাসকে নগর ভবনে এনে ২য় তলার প্রশাসনিক শাখার পাশের কক্ষে ডুকিয়ে ৬/৭ জন লোক বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে বুখারী ইসলামকে নির্দোষ প্রমান করার জন্য তার কাছ থেকে জোর পূর্বক একটি আবেদন পত্রে স্বাক্ষর নেয় এবং আবেদনের রিসিভের একটি ফটোকপি হাতে ধরিয়ে দিয়ে রবিন দাসকে বিসিসি থেকে বের করে দেয়। যার সিসিটিভি ফুটেজ দেখলেই প্রমাণ পাওয়া যাবে। এ ঘটনায় প্রতারক পিয়ন বোখারী ইসলামের বিরুদ্বে রতন কুমার দাস’র হয়ে পূণরায় বিসিসি মেয়রের কাছে প্রতিকার চেয়ে অভিযোগ দেওয়া প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন রতন কুমার দাসের ছেলে রবীন দাস। তবে বিসিসির প্লানিং সেল শাখার পিয়ন বোখারী ইসলাম এ ধরণের টাকা নেওয়ার ব্যাপারে অস্বিকার করেন। তবে আমি যেন ফেসেঁ না যাই তাই আমার পদ্বতি অনুযায়ী আমি গুছিয়ে নিয়েছি। বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জানান, আমি এই মূহুর্তে বরিশালের বাহিরে আছি। সোমবার বরিশালে এসে পিয়ন বোখারী ইসলামের বিরুদ্বে ঘুষের টাকা নেওয় সহ অন্যান্য অভিযোগের বিষয়ট খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষ ব্যাবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন তিনি। ভুক্তভুগী রবীন দাস মনে করেন, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ যদি আমার এই আর্তনাদ শুনে যথাযথা ব্যাবস্থা গ্রহণ করেন, তাহলে আমি আজীবন তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো।




Archives
Image
বরিশালে অনলাইন জুয়াড়িদের দলনেতা গ্রেপ্তার!
Image
বরিশাল নগরীর নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি ঠেকাতে মাঠে পুলিশ
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি