Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিদ্রোহী কবির প্রয়াণ দিবসে বরিশালে স্মরণায়োজন 
Saturday August 27, 2022 , 8:49 pm
Print this E-mail this

সাবেক পিজি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি

বিদ্রোহী কবির প্রয়াণ দিবসে বরিশালে স্মরণায়োজন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিদ্রোহী কবি, সাম্য-মানবতার কবি, ধর্ম নিরপেক্ষতা ও দ্রোহ-প্রেমের কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে হাজির হয়েছেন বরিশালের সাংস্কৃতিক জনেরা। এক মিনিট নিরবতা পালন শেষে শনিবার (আগস্ট ২৭) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল সাংস্কৃতিক জোটের এই স্মরণায়োজনে প্রধান অতিথি বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। ১৯৭৬ সালের এই দিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন । কবির শেষ ইচ্ছানুযায়ী তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। প্রতিবছর এই দিনে কবির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে আমরা সমবেত হই ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবির সমাধিতে কিম্বা বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে চলে শ্রদ্ধা নিবেদনের নানান আয়োজন। এরই ধারাবাহিকতায় বরিশালে নজরুল সাংস্কৃতিক জোট নজরুল সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করে। সংগঠনের সভাপতি পাপিয়া জেসমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপাল কৃষ্ণ গুহ রিপনের তত্বাবধানে ঝুমু কর্মকারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন-মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের পরিচালক অধ্যাপক মো: মোয়াজ্জেম হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আইনজীবী মানবেন্দ্র বটব্যাল, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সুশান্ত ঘোষ প্রমূখ।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু