Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বান্দরবানে ব্যাংক ডাকাতি: স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর শাস্তির হুঁশিয়ারি 
Thursday April 4, 2024 , 2:49 pm
Print this E-mail this

এখনো উদ্ধার হননি ব্যাংক ম্যানেজার, যা বললেন বান্দরবান ডিসি

বান্দরবানে ব্যাংক ডাকাতি: স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর শাস্তির হুঁশিয়ারি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনা যারা ঘটিয়েছে, তাদের বিচার হবে, কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন হঠাৎ তারা এমন ঘটনা ঘটিয়েছে, তা আমাদের জানা ছিল না। তবে যে উদ্দেশ্যেই তারা এসব করুক না কেন, আমরা তাদের কাউকে ছাড় দেব না। আর এমন কিছু ঘটেনি, যাতে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। আমরা দেখছি, ব্যবস্থা নিচ্ছি। আগে সবকিছু জেনে নিচ্ছি, তারপর সব ধরনের ব্যবস্থা নেব। এর পেছনে কারা, তাদের কোনো উদ্দেশ্য আছে কি না, কোনো ধরনের নাশকতা কিংবা অন্য কোনো পরিকল্পনা আছে কি না, সেগুলো দেখে সে অনুযায়ী ব্যবস্থা নেব। কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আমরা এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে তথ্য দিচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেভাবেই কাজ করছে। পহেলা বৈশাখ কিংবা অন্য কিছু নিয়ে নাশকতার কোনো তথ্য আমাদের কাছে এখনো আসেনি। না এলেও আমাদের যে সতর্কতা, তা নেওয়া হচ্ছে। বান্দরবানের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা হামলার কারণ বের করব। আর যারা দায়ী, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর পেছনে ভূ-রাজনৈতিক কিছু আছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। অনেক কিছু হতে পারে। তবে তথ্য না জেনে কিছু বলতে চাচ্ছি না। আবার খুব অল্প সময়ের মধ্যে কয়েকটি বড় বড় শিল্পকারখানায় আগুন ধরার পেছনে কোনো রহস্য আছে কি না, তা ও খতিয়ে দেখা হবে।আসাদুজ্জামান খান বলেন, কুকি-চিনের আস্তানা র‌্যাব ও আর্মি নিশ্চিহ্ন করে দিয়েছিল। পরে আমাদের সীমানা পার হয়ে তারা ভিন্ন দেশে আশ্রয় নেয়। সেখানেই তারা অবস্থান করছিল। এখন তারা কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে! মাঝে মধ্যে তাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে কথা বলেন। তারা শান্তি চান বলেও জানিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে আক্রমণ ও ব্যাংক ডাকাতির ঘটনা আমাদের কাছে নতুন কিছু মনে হচ্ছে। তবে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বান্দরবানে ব্যাংকে হামলা ঘটনার একদিন পরও উদ্ধার হননি অপহৃত রুমা সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক নেজাম উদ্দিন। এ বিষয়ে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেছেন, রুমা সোনালী ব্যাংক থেকে অপহৃত ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিন ভালো আছেন, সুস্থ আছেন। তাকে উদ্ধারে সব ধরনের কার্যক্রম সম্পন্ন হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে সক্ষমতা রয়েছে সেটা আমরা কাজে লাগাতে চাই। পরিস্থিতি বর্তমান আমাদের অনুকুলে রয়েছে। ৪ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ১২টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বান্দরবান জেলা প্রশাসক। জেলা প্রশাসক বলেন, ব্যাংকে হামলার মতো ঘটনা আর সামনে যাতে না ঘটে সেজন্য আমরা প্রশাসনসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী একসঙ্গে কাজ করে যাচ্ছি। সামনে দীর্ঘ ছুটি রয়েছে। সেই ছুটিতে আমরা বান্দরবানের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসহ সকলের নিরাপত্তা জোরদারের জন্য কাজ করছি। সাধারণ জনগণের আতংকিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন তিনি। এদিকে জরুরি খবর পেয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম আজ সকালেই বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সূত্রটি জানায়, সকালে প্রধান কার্যালয়ে মিটিং করা অবস্থাতেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন আফজাল করিম। তিনি সোনালী ব্যাংকের শাখা, অপহৃত ম্যানেজারের পরিবার ও প্রশাসনের লোকজনের সঙ্গে কথা বলেছেন। বৃহস্পতিবার দুপুরে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরের একাধিক কর্মকর্তা। উল্লেখ্য, গত ০২ এপ্রিল (মঙ্গলবার) রাতে রুমা উপজেলায় সোনালী ব্যাংকের শাখা ঘেরাও করে সশস্ত্র সন্ত্রাসীরা। আনসার ও পুলিশের অস্ত্র-গুলি লুট করে এবং তাদের মারধর করে সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করার চেষ্টা করে। পরে তারা টাকা লুট করতে ব্যর্থ হয়ে ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে দুর্গম পাহাড়ে চলে যায়। এ ঘটনার একদিন পরেও এখনো উদ্ধার হয়নি অপহৃত রুমা সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক নেজাম উদ্দিন। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন ৩ এপ্রিল (বুধবার) দুপুরে আবারও অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসী থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হামলা করে ১৭ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এবং ব্যাংকের বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যায়।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু