Current Bangladesh Time
বৃহস্পতিবার এপ্রিল ২৫, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাঙালির হাজার বছরের লালিত ঐতিহ্য, “অসাম্প্রদায়িক চেতনার সম্প্রীতি”-বিএমপি কমিশনার 
Wednesday October 6, 2021 , 3:10 pm
Print this E-mail this

নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়াসহ গ্রহণ করা হয়েছে শক্তিশালী নিরাপত্তামূলক ব্যবস্থা-মোঃ শাহাবুদ্দিন খান

বাঙালির হাজার বছরের লালিত ঐতিহ্য, “অসাম্প্রদায়িক চেতনার সম্প্রীতি”-বিএমপি কমিশনার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২১ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে বিএমপি কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (অক্টোবর ৬) সকাল সাড়ে ১০ টায় বরিশাল পুলিশ লাইন্স ড্রিল সেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার। এসময় তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২১ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে প্রয়োজনীয় সকল পদক্ষেপ। বরিশাল মহানগরকে বিভিন্ন স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়াসহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গ্রহণ করা হয়েছে শক্তিশালী নিরাপত্তামূলক ব্যবস্থা। তবে সবকিছু ছাপিয়ে আমাদের সব চাইতে শক্তিশালী অস্ত্র হল বাঙালির হাজার বছরের লালিত ঐতিহ্য, “অসাম্প্রদায়িক চেতনার সম্প্রীতি” যা আমাদের গর্বের বিষয়। এসময় তিনি আরো বলেন, “পুলিশ, র‍্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, কমিউনিটি পুলিশিং কমিটি, বিট পুলিশিং, বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মের লোকদের নিয়ে গঠিত অসম্প্রদায়িক কমিটি, স্বেচ্ছাসেবী দলসহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষে আমাদের সকলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তাই যেকোনো বিষয়ে গুজবে কান না দিয়ে সরাসরি আমাদেরকে অবহিত করুন। প্রয়োজনে ৯৯৯ ট্রিপল নাইনে কল করুন। এ সময় তিনি প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সিসিটিভি স্থাপনের জন্য পূজা কমিটির পক্ষ থেকে আগত ব্যক্তিদের নিকট অনুরোধ করেন। সহকারী পুলিশ কমিশনার( স্টাফ অফিসার) মোহাম্মদ ইব্রাহিম এর সঞ্চালনায় পূজা উদযাপন সংক্রান্তে ঝুকি পর্যালোচনা, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন, ফোর্স মোতায়েন, ডিউটি স্থান, ডিউটি পোস্টের সংখ্যা, ফোর্সের সংখ্যা, পুজা উদযাপন কমিটির করনীয়-বর্জনীয়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে উন্মুখ আলোচনা করা হয়। আলোচনাকালে বিভিন্ন পুজা উদযাপন কমিটির পক্ষ থেকে আগত সদস্যরা নানান বিষয় তুলে ধরেন।উল্লেখ্য যে এসময় আরো উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার হেডকোয়ার্টার্স প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস্ মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পলিশ কমিশনার ক্রাইম, অপঃ এন্ড প্রসিকিউশন মােঃ মােকতার হােসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত, পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ডিবি মােঃ মনজুর রহমান, পিপিএম-বার, ডিজিএফআই বরিশাল প্রতিনিধি, এনএসআই বরিশাল প্রতিনিধি, র‍্যাব-৮ বরিশাল প্রতিনিধি, বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস প্রতিনিধি, আনসার বরিশাল প্রতিনিধিসহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ