|
বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের আয়োজনে শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘‘লিখতে পড়তে শিখতে চাই, আনন্দময় শৈশব চাই’’-এই স্লোগান নিয়ে গত ৩০ জুলাই মঙ্গলবার রাত ৮ টায় বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতার, বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের আয়োজনে, অশ্বিনী কুমার হলে শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব ২০১৯ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক, এস এম অজিয়র রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন-উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন পুলিশ, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, সুব্রত বিশ্বাস দাস, জেলা শিক্ষা অফিসার বরিশাল, মোঃ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি, কাজল ঘোষ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, পঙ্কজ রায় চৌধুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুরা এবং অতিথি বৃন্দরা। শুরুতে অতিথিদের অংশগ্রহণে শিশু বিষয়ক আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেম বরিশাল জেলা প্রশাসক। দুইদিন ব্যাপি মেলায় ছিল শিশু সমাবেশ ও প্রদর্শনী উদ্বোধন, চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু নাট্য প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Post Views: ০
|
|