প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বাংলাদেশে এই সর্বপ্রথম ব্যতিক্রমধর্মী ২ দিনব্যাপী জাদু বিষয়ক কর্মশালা
Sunday September 1, 2019 , 1:28 pm
বাংলাদেশে এই সর্বপ্রথম ব্যতিক্রমধর্মী ২ দিনব্যাপী জাদু বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক : সুহৃদ, জাদু প্রিয় ভাই-বোনেরা ও সম্মানিত জাদুশিল্পী বন্ধুরা-আপনারা জেনে আনন্দিত হবেন যে, ২০০৫ সালে বেশ সফলতা আর সাফল্যের সাথে ইন্টারন্যাশনাল ম্যাজিক ফেস্টিভ্যাল সম্পন্ন করে দীর্ঘ বিরতির পর আগামী ১৮ ও ১৯ অক্টোবর’২০১৯ এই দুইদিন ব্যাপি এক ম্যাজিক কর্মশালার আয়োজন করেছেন ম্যাজিশিয়ান্স সোসাইটি অফ বাংলাদেশ, ম্যাজিক থিয়েটার, দিয়াবাড়ী, উত্তরা, ঢাকাতে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ৩০০০ টাকা এবং নিবন্ধনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর (১৬/৯/১৯ হতে ৩/৯/১৯ পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ৩৫০০ টাকা)। এই ম্যাজিক কর্মশালায় থাকছেন, বাংলাদেশের একুশে পদক প্রাপ্ত ও বিশ্ব বরণ্যে জাদুশিল্পী-জুয়েল আইচ, ম্যাজিক আংকেল-উলফাৎ কবীর ও অনুষ্ঠানটির মূল পরিকল্পনাকারী ও আয়োজক-জাদুশিল্পী আলী রাজ, ম্যাজিক আইকন অফ বাংলাদেশ। দুইদিন ব্যাপি এই ম্যাজিক কর্মশালায় আপনি পাচ্ছেন-ম্যাজিক ডেমোনসষ্ট্রেশন, ম্যাজিক শো, ম্যাজিক লেকচার ও ম্যাজিক ডিলার ব্যুথ। আপ্যায়নের পাশাপশি থাকছে-ট্রফি, সার্টফিকেট ও আকর্ষণীয় স্যুভিনিয়র। তাই এখনো যারা এখন পর্যন্ত রেজিষ্ট্রেশন করেননি, তারা আজই রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন।