|
জেলা ও মহানগর জাতীয় পার্টির এক কর্মী সভায় নেতা-কর্মীদের সর্বসম্মতিক্রমে এ সিদ্বান্ত
বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বরিশাল জাপা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের কোনো নির্বাচনে অংশ নেবে না বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টি। বুধবার (জুন ১৪) বিকেলে জেলা ও মহানগর জাতীয় পার্টির এক কর্মী সভায় এ সিদ্বান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহানগর কমিটির আহ্বায়ক অধ্যাপক মহসিনউল ইসলাম হাবুল। তিনি বলেন, নগরীর অক্সফোর্ড মিশন রোডে বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের নির্বাচনী প্রধান কার্যালয়ে কর্মী সভা হয়। কর্মীসভায় নেতা-কর্মীদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে বরিশালে জাতীয় পার্টি অংশ নেবে না। এ সিদ্বান্ত কেন্দ্রীয় কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে। সভায় থাকা সিটি নির্বাচনে পরাজিত জাতীয় পার্টির প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না। তাই এই সরকারের অধীনে বরিশাল জাতীয় পার্টি আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে সভায় নেতারা এ বিষয়ে একমত পোষণ করেন। সভায় জেলা জাপার সদস্য সচিব অ্যাডভোকেট এমএ জলিল, জাপা নেতা আকতার রহমান সপ্রু, রুস্তম আলী খান, অ্যাডভোকেট বশির আহমেদ সবুজ, নজরুল ইসলাম হেমায়েতসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সব কেন্দ্র কমিটির প্রধানরা উপস্থিত ছিলেন।
Post Views: ০
|
|