Current Bangladesh Time
শুক্রবার মার্চ ২৯, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
Thursday September 22, 2022 , 6:36 pm
Print this E-mail this

ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ

বরিশাল ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (সেপ্টেম্বর ২২) বরিশাল নগরীর রুপাতলী এলাকায় এ অভিযান চালায় তারা। ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যদের সহযোগীতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সুমি রানী মিত্র, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শাহ্ শোয়াইব মিয়া উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জনান, অভিযানে অসাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পাউরুটি সহযোগে তৈরি খাবার বিক্রয়ের অপরাধে রাজদরবার রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, বিদেশী পণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য ও এমআরপি না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করায় সওদা ঘর স্টোরকে ৫০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে তোয়া মেডিকেল হলকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।




Archives
Image
বরিশালে ঝুলন্ত মরদেহ উদ্ধারের দুই মাস পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
Image
হার্ডলাইনে পুলিশ : এবার বরিশালে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলবে না
Image
বরিশালসহ দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
Image
মাছ ধরার অপরাধে বরিশালে ৮ অসাধু জেলের জরিমানা
Image
বরিশালে অবৈধ জালসহ ৪ জেলে আটক