প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস
Tuesday November 28, 2023 , 4:19 pm
কৃষক শ্রমিক জনতা লীগ এর গামছা প্রতীকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন
বরিশাল-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া থেকে কৃষক শ্রমিক জনতা লীগ এর গামছা প্রতীকে নকুল কুমার বিশ্বাস মনোনয়নপত্র সংগ্রহ করেন। ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারিহা তানজিন ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন শতাধিক সমর্থকরা। এরপর তিনি উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবে সাংবাদিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দোয়া প্রার্থনা করেছেন।