Current Bangladesh Time
শুক্রবার জুলাই ৪, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল স্টেডিয়াম আন্তর্জাতিক খেলার মাঠ হিসাবে গড়ে উঠবে-আলমগীর খান আলো 
Saturday October 9, 2021 , 3:40 pm
Print this E-mail this

খেলার মাঠে বর্তমানে সংস্কারের কারণে কিছু সমস্যা আছে, শীঘ্রই সে সমস্যা দূর করা হবে

বরিশাল স্টেডিয়াম আন্তর্জাতিক খেলার মাঠ হিসাবে গড়ে উঠবে-আলমগীর খান আলো


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শহীদ আঃ রব সেরনিয়াবাদ স্টেডিয়াম আগামী ২ বছরের মধ্যে নতুন আন্তর্জাতিক খেলার মাঠ হিসাবে গড়ে উঠবে। বরিশালে খেলার মাঠে বর্তমানে সংস্কারের কারণে কিছু সমস্যা আছে, শীঘ্রই সে সমস্যা দূর করা হবে। এখানে আন্তার্জাতিক খেলার উপযোগী করার জন্য সবার আগে মাঠ, ইনডোর, সুইমিং ও ফ্লাড লাইটের ব্যবস্থা করার জন্য কাজ শেষ হলেই আগামীতে বরিশালের মাটিতে বিপিএলের খেলা আয়োজন করার আশ্বস্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ২য় বার বিনা প্রতিদ্বন্ধিতায় পরিচালক নির্বাচিত হয়ে বরিশালের মাঠিতে পা রেখে এক সংবর্ধনা অনুষ্ঠানে আলমগীর খান আলো একথা বলেন। গতকাল শনিবার (৯ই অক্টোবর) বেলা সাড়ে বারোটায় বরিশাল আইটার স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে বরিশাল সোনালী অতীত ক্লাবের আয়োজনে সোনালী অতীত ক্লাবের সভাপতি মঞ্জুরুল আহসান ফেরদৌসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, আপাতত মাঠের কাজের জন্য এখানে ভাল খেলোয়ার তৈরী করা যাচ্ছে না। এসময় তিনি আরো বলেন, বরিশাল জেলা ক্রীড়া সংস্থা আজ অভিভাবকহীন হয়ে পড়ে আছে। আমি শীঘ্রই জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করে এখানে ভাল একটি কমিটি আসে তার ব্যবস্থা করব। এসময় আরো উপস্থিত ছিলেন-জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বরিশাল জাতীয় দলের খেলোয়ার আশরাফুল ইসলাম ও ফজলে রাব্বি। সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, আমি বরিশাল দলে ৪বছর আছি। এসময়ে বরিশালে খেলা-ধুলার ব্যাপক উন্নয়ন দেখতে চাই। জাতীয় প্রর্যায়ে বরিশালের অনেক ভাল খেলোয়ার রয়েছে এখানে যত ক্রিকেট খেলার অয়োজন করা হবে তত খেলোয়ার বের হয়ে আশা প্রকাশ করেন। এসময় সোনালী অতীত ক্লাবের সভাপতি ও সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি মঞ্জুরুল আহসান ফেরদৌস যত দ্রুত সম্ভব এখানে মাঠের উন্নয়নের সাথে সাথে ফ্লাড লাইটের মধ্যে খেলা চালু করা সহ খেলার মান বৃদ্ধি করার আহবান জানান। পরে নির্বাচিত ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান আলোকে বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এর পূর্বে বরিশাল রহমতপুর বিমান বন্দর থেকে বিসিসি পরিচালক আলমগীর খান আলোকে সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে বরিশালের বিভিন্ন পর্যায়ের খেলোয়ারদের নিয়ে আটকিলোমিটার সড়ক পথে এক মোটর শোভাযাত্রার মাধ্যামে স্টেডিয়াম প্রাঙ্গনে সংবর্ধিত অনুষ্ঠানে আলমগীর খান আলোকে নিয়ে আসা হয়।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা