Current Bangladesh Time
রবিবার জুলাই ৬, ২০২৫ ১:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সিটি নির্বাচন : কেন্দ্রে কেন্দ্রে বসছে ক্যামেরা 
Friday June 9, 2023 , 3:07 pm
Print this E-mail this

আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচন

বরিশাল সিটি নির্বাচন : কেন্দ্রে কেন্দ্রে বসছে ক্যামেরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচন। ৭ জুন থেকে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। ১০ জুনের মধ্যে বরিশাল সিটি নির্বাচনে সব কেন্দ্র ও কক্ষে ক্যামেরা বাসনো শেষ হবে। ক্যামেরা বসানো কমিটির আহ্বায়ক ও নেছারবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: শাহিন শরীফ বলেন, গত বুধবার থেকে বরিশাল সিটি নির্বাচনের ১২৬ কেন্দ্রে সিসি টিভি কামেরা বসানোর কাজ শুরু হয়েছে। আগামী শনিবারের মধ্যে ক্যামেরা বসানোর কাজ শেষ করা হবে। রবিবার (জুন ১১) ট্রায়াল দেওয়া হবে। শাহিন শরীফ বলেন, নির্বাচনে ৮৯৪টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোট কক্ষে একটি করে ও প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুটি করে ক্যামেরা বসানো হবে। এতে মোট ১ হাজার ১৪৬টি ক্যামেরা থাকবে। বরিশাল সিটি নির্বাচনের ভোট আগামী ১২ জুন। এতে ৭ মেয়র, ১১৯ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী ভোটার রয়েছেন। প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নগরীর ৩০টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা