Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ১০:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সদর আসনে মনোনয়ন পেতে মাঠে সরব মেয়র সাদিক, প্রকাশ্যে আ.লীগ 
Saturday September 9, 2023 , 8:10 pm
Print this E-mail this

সাদিকের জন্যই কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে-অ্যাড. তালুকদার মো: ইউনুস

বরিশাল সদর আসনে মনোনয়ন পেতে মাঠে সরব মেয়র সাদিক, প্রকাশ্যে আ.লীগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি এখন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্যের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য সরব। শনিবার বিকেল ৩টার দিকে এজন্য সদর উপজেলা যুবলীগের নেতা-কর্মীদের নিয়ে নগরীতে সমাবেশ করেছেন। যুবলীগের এই সমাবেশে স্থানীয় আওয়ামী লীগও প্রকাশ্যে মেয়র সাদিককে সদরের এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন। সমাবেশ স্থলের আশপাশে ‘সাদিক ভাইকে বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চাই’-এমন অসংখ্য স্লোগান সংবলিত ব্যানার দেখা গেছে। সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ নেওয়াজ শাহিন সমাবেশে সভাপতিত্ব করেন। সভায় প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি। সমাবেশে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ নেওয়াজ শাহিন বলেন, ‘আমরা ভালো নাই। মনে হয় বিরোধী দলে আছি। আগামী নির্বাচনে সদর আসনের এমপি হিসেবে সাদিক ভাইকে প্রধানমন্ত্রী উপহার দেবেন বলে সদর উপজেলাবাসী আশা করেন।’ সমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি বলেন, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য হিসেবে আমরা মনোনয়ন চাই। সদর উপজেলা আওয়ামী লীগ তাকে সমর্থন করছে। তিনি বলেন, এই সমাবেশেও দুটো ভাগ। একাংশ হাতে তালি দেয়, আর একাংশ হাতে তালি দেয় না। আমাদের আওয়ামী লীগকে হাইব্রিড মুক্ত করতে হবে। সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনও একই দাবি জানান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো: ইউনুস বলেন, সাদিকের জন্যই কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী এবার যোগ্যদের মনোনয়ন দেবেন। যাদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা আছে তারাই মনোনয়ন পাবেন। নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গির বলেন, যারা কাঠের চশমা দিয়ে রাজনীতি করেন তাদের দরকার নেই। বরিশালবাসীর, আওয়ামী লীগ নেতা কর্মীর মনের ক্ষুধা সদর আসনের এমপি হিসেবে সাদিক আব্দুল্লাহকে দেখতে চান। এমনটি হলে সংগঠন শক্তিশালী হবে। সমাবেশে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, আজকের কর্মসূচির মূল লক্ষ্য অবশ্যই সামনের জাতীয় নির্বাচন। গত ২৬ বছর সদর উপজেলা যুবলীগের নড়াচড়া ছিল না। নৌকাকে বিজয় করার লক্ষে সংগঠন পুনর্গঠন করা হচ্ছে। অনেকেই ব্যানার সাঁটিয়েছেন যে আমাকে এমপি দেখতে চান। তবে নৌকা নিয়ে যে আসবে তার জন্য আমরা কাজ করব। এ ব্যপারে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নগর সহ-সভাপতি আনোয়ার হোসেন বলেন, এবারের জাতীয় নির্বাচনে উপর দিয়ে চাপিয়ে দেওয়া যাবে না। এ আসনে জেবুন্নেছাকে, জাহিদ ফারুককে চাপিয়ে দেওয়া হয়েছিল। তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা কতটা আছে? তিনি বলেন, পুলিশ কমিশনারের কাছে আবেদন করার পর ফজলুল হক অ্যাভিনিউতে তারা সমাবেশের অনুমতি পেয়েছেন।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস