Current Bangladesh Time
বুধবার এপ্রিল ২৪, ২০২৪ ৯:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজের ৫৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত 
Saturday November 20, 2021 , 6:34 pm
Print this E-mail this

শুভ উদ্বোধন করেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ

বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজের ৫৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজের (এসবিএমসি) ৫৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। শনিবার আলোচনা সভা, র‌্যালি ও ঘোড়ার গাড়িতে প্রদক্ষিণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ও বরিশালের শেরে-বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ডা: মো: শারফুদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও তাকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে শুভ উদ্বোধন করেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসবিএমসির ৫৩তম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএসএমএমইউর উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, এসবিএমসি বাংলাদেশের পুরানো আটটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে অন্যতম। মাত্র ৫০ জন ছাত্র নিয়ে যে মেডিকেল এর যাত্রা শুরু করেছিল, সেখানে এখন প্রতিবছর দুইশতর অধিক ছাত্র-ছাত্রী এমবিবিএস কোর্সে ভর্তি হয়। এই বিদ্যাপিঠ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে প্রায় এক হাজার চিকিৎসক দেশ বিদেশে কর্মরত আছে। প্রায় আড়াই হাজার চিকিৎসক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে দেশ বিদেশে শিক্ষকতায় ও গবেষণায় জড়িত আছে। সামগ্রিকভাবে এ দেশের বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারি ও বেসরকারি স্তরে যে পরিমাণ মানসম্পন্ন চিকিৎসক প্রয়োজন তার একটি উল্লেখযোগ্য অংশ এই মেডিকেল কলেজ থেকে উঠে আসে। বিএসএমএমইউ’র উপাচার্য বলেন, এসবিএমসি থেকে পাশ করা চিকিৎসক, যারা দেশে বা বিদেশে আছেন তারা সকলেই সুনামের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করছেন। বর্তমানে বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, ডাইরেক্টর সহ ডিন ও চেয়ারম্যান হিসাবে অনেকেই দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব হিসাবে এই মেডিকেল কলেজের প্রথম ব্যক্তি হওয়ায় আমি গর্বিত। বিএসএমএমইউ’র উপাচার্য হিসাবেও এই মেডিকেল কলেজের প্রথম ব্যক্তি হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। চক্ষু চিকিৎসক সমিতি, অর্থোপেডিক্স, গাইনী, সার্জারী, ইএনটি ও বিসিপিএস সহ বিভিন্ন এসোসিয়েশন ও সোসাইটিতে এসবিএমসির চিকিৎসকবৃন্দ সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এই মেডিকেল কলেজের একজন হিসাবে পরিচয় দিতে আমরা গর্ববোধ করি। বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ মো: শারফুদ্দিন আহমেদ ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।এছাড়াও তিনি ১৯৮২ সালে এসবিএমসির সহকারী সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এই মেডিকেল কলেজের ছাত্রলীগের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অধ্যাপক ডা: আব্দুল গনি মোল্লা, সহযোগী অধ্যাপক ডা: নাজির উদ্দিন মোল্লা, ডা: তারিক মেহেদী পারভেজ, মুহিতুর রহমান, বিএসএমএমইউ’র মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সহকারী অধ্যাপক ডা: এস এম ইয়ার-ই-মাহাবুব, হাসপাতাল শাখার সহকারী পরিচালক ডা: পবিত্র দেবনাথ সহ এসবিএমসি’র শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী চিকিৎসকদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এছাড়া এই মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র এবং পরবর্তীতে বিসিপিএসের সেক্রেটারি পদে দায়িত্ব পালনকারী অধ্যাপক টি আই এম ফারুককে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এছাড়াও ছাত্রদের জন্য ট্রাস্ট গঠন করা হয়। এই মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের সকলের প্রিয় শিক্ষক ডা: ক্যাপ্টেন সিরাজুল ইসলামের ম্যুরাল উম্মোচন করা হয়।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ