Current Bangladesh Time
মঙ্গলবার ডিসেম্বর ২, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম হাসপাতালে চালু হলো মৃগী রোগীদের ইইজি পরীক্ষা 
Monday December 1, 2025 , 5:21 pm
Print this E-mail this

রোগীদের জন্য গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি স্বল্প খরচে হাসপাতালে করা হচ্ছে

বরিশাল শেবাচিম হাসপাতালে চালু হলো মৃগী রোগীদের ইইজি পরীক্ষা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো চালু হলো ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) পরীক্ষা। মৃগী, মস্তিষ্কের টিউমার, মেনিনজাইটিস, এনসেফালাইটিস, স্ট্রোক ও অন্যান্য স্নায়বিক সমস্যায় ভুগছেন এমন রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি স্বল্প খরচে হাসপাতালে করা হচ্ছে। সোমবার (ডিসেম্বর ১) ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: এ কে এম মশিউল মুনীর।

যুক্তরাজ্যভিত্তিক তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) মেশিন সরবরাহ করা হয়। মেশিনটি চালু ও রক্ষণাবেক্ষণের বিষয়ে গত ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর সিলেট জিএম ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ প্রদান করা হয়। ওই প্রশিক্ষণে অংশ নেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোমেডিসিন বিশেষজ্ঞ সহ ২ জন মেডিকেল টেকনিশিয়ান।সোমবার সকাল ১০টায় হাসপাতালের ২য় তালার ২০৩৭ নং কক্ষে ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নিউরোমেডিসিন ও স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডা: কাজী এম মনিরুল ইসলাম বলেন, ইইজি পরীক্ষাটি হলো হয় মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন স্নায়বিক রোগ নির্ণয় করা হয়। বিশেষ করে মৃগী, ঘুমের ব্যাধি ও মস্তিষ্কের টিউমার, মস্তিষ্কের আঘাত, স্ট্রোক বা মস্তিষ্কের কার্যকারিতার পরিবর্তন শনাক্ত করতেও সাহায্য করে। তিনি বলেন, মেশিনটি গরিব রোগীদের জন্য অনেকাংশে উপকার হবে। কারণ এই পরীক্ষা বেসরকারিভাবে করতে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা কিংবা এর আরো বেশী টাকা খরচ হতো। কিন্তু সরকারি হাসপাতালে খরচ হবে মাত্র ৬শত টাকা। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: এ কে এম মশিউল মুনীর বলেন, এই মেশিনটি রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো। এটি আমাদের হাসপাতালে পূর্বে ছিলো না। আমরা মেশিনটি ক্রয়ের উদ্যোগ গ্রহণ করি, কিন্তু এরই মাঝে বিনামূল্যে যুক্তরাজ্যভিত্তিক তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে একটি করে মেশিন বরিশাল, সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরবরাহ করা হয়। মেশিনটি বিনামূল্যে পেয়ে এবং আমরা এই অঞ্চলের গরিব রোগীদের সেবা দিতে পেরে তাফিদা রাকিব ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইইজি মেশিন উদ্বোধনীকালে আরো উপস্থিত ছিলেন-হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা: মো: মাহমুদ হাসান, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট ডা: আশিক দত্ত প্রমুখ।




Archives
Image
বরিশালে ভুয়া চিকিৎসক গ্রেফতার
Image
পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
Image
বরিশালে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, অর্থদণ্ড আদায়
Image
চার দফা দাবিতে বরিশালে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে চালু হলো মৃগী রোগীদের ইইজি পরীক্ষা