Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসকদের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী 
Tuesday May 19, 2020 , 7:52 pm
Print this E-mail this

শেবাচিম হাসপাতালের পক্ষে সুরক্ষা সামগ্রী বুঝে নেন, পরিচালক ডা: মো: বাকির হোসেন

বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসকদের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকসহ দায়িত্বরতদের মাঝে সুরক্ষা সামগ্রী ও করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের ফলসহ ঘরোয়া চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১ টায় বরিশাল নগরীর বান্দরোডস্থ পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউজে অবস্থানকালে এসব সামগ্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেন। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে সুরক্ষা সামগ্রী বুঝে নেন, পরিচালক ডা: মো: বাকির হোসেন। যারমধ্যে ১শত টি পিপিই, ২ শত টি ফেইজ শিল্ড, ১৭০ টি চশমা, ১ শত টি কেএন ৯৫ মাস্ক রয়েছে। এসময় জেলার সিভিল সার্জন ডা: মনোয়ার হোসেন সহ বিভাগীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে করোনায় আক্রান্ত ১৫ পুলিশ সদস্যদের জন্য মন্ত্রীর পক্ষ থেকে দেয়া ফলসহ ঘরোয়া চিকিৎসা সামগ্রী বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস খান মোহাম্মদ আবু নাসের এর উপস্থিতিতে কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেন মন্ত্রী’র এপিএস। ফলসহ ঘরোয়া চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে মাল্টা, লেবু, লবঙ্গ, এলাচি, দাড়চিনি, আদা, রসুন, সরিষার তেল ও কালিজিরা। এছাড়া প্রতিজনের জন্য একটি করে পাতিল দেয়া হয়।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস