Current Bangladesh Time
শনিবার অক্টোবর ১৮, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শিল্পকলার কর্মকর্তা অসিত বরণ দাশকে বদলি 
Thursday October 16, 2025 , 12:10 pm
Print this E-mail this

তার বিরুদ্ধে বরিশালসহ বিভিন্ন স্থানে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

বরিশাল শিল্পকলার কর্মকর্তা অসিত বরণ দাশকে বদলি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শিল্পকলা একাডেমির বিতর্কিত কালচারাল কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্তকে বদলি করা হয়েছে। মঙ্গলবার রাতে তার কুড়িগ্রামে বদলি সংক্রান্ত খবর নিশ্চিত হওয়া গেছে। অসিত বরণের বিরুদ্ধে বরিশালসহ বিভিন্ন স্থানে অনিয়ম-দুর্নীতির খবর পাওয়া গেছে। ৩০ জুন তিনি জেলা সাংস্কৃতিক প্রশিক্ষণ বন্ধের ঘোষণা দেন। এতে শিল্পকলা একাডেমির প্রশিক্ষকরা ক্ষুব্ধ হন। তাদের দাবি, অসিত বরণ প্রশিক্ষক নিয়োগ নিয়েও দুর্নীতি করছেন। অসিত বরণের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগপত্র দেওয়া হয়।

১ জুলাই বরিশালের গণমাধ্যমকর্মী মুহম্মদ ইমন খন্দকার হৃদয় অভিযোগপত্রটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির তৎকালীন ভারপ্রাপ্ত মহাপরিচালক ওয়ারেছ হোসেন, বরিশালের জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং দুদকের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক এইচএম আক্তারুজ্জামানের কাছে পেশ করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অসিত বরণ ২০১৩ সালে কালচারাল কর্মকর্তা হিসাবে নিয়োগ পাওয়ার পর থেকে সিলেট, হবিগঞ্জ ও বর্তমানে বরিশালে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ তদন্তে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। ৮ আগস্ট তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন। শিল্পকলার একটি সূত্র নিশ্চিত করেছে, তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পরই তাকে বরিশাল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।




Archives
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু
Image
চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
Image
সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে : শিক্ষা উপদেষ্টা
Image
বর্ণাঢ্য আয়োজনে বরিশালে কালবেলা’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন
Image
বরগুনার তালতলীতে জলবায়ু ঋণ বাতিলের দাবিতে পদযাত্রা