প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল রুপাতলীতে ঝালকাঠির বাস শ্রমিককে মারধর, ৮ রুটে বাস চলাচল বন্ধ
Saturday June 15, 2019 , 7:41 pm
বরিশাল রুপাতলীতে ঝালকাঠির বাস শ্রমিককে মারধর, ৮ রুটে বাস চলাচল বন্ধ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠি বাস শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে দক্ষিণাঞ্চলের আটটি রুটে আবারো বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে বরিশাল শহরের রুপাতলী বাস টার্মিনাল থেকে শনিবার (১৫ জুন) সকালে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে আল-ক্রোরাই বাসের চালক শ্রমিক নেতা মিলন ও হাওলাদারের উপর সন্ত্রাসী হামলা করে রুপাতলী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপনের লালিত ক্যাডার রিয়াজ ও সাঙ্গপাঙ্গরা এবং তারা ঝালকাঠির শ্রমিকদের টার্মিনাল থেকে সরে যাওয়ার হুমকি দেয়। জীবনের নিরাপত্তা শংকায় বাস চলাচল বন্ধ করে ঝালকাঠির বাস শ্রমিকরা। আহত মিলন হাওলাদারকে উদ্ধার করে প্রথমে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বাধা প্রদান করে, পরে মিলনের স্বজনরা খবর পেয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এতে বরিশাল থেকে সরাসরি দক্ষিণাঞ্চলের সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে তারা বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কালিজিরা ব্রিজের ওপারে নিজেদের নিয়ন্ত্রিত রায়াপুরা এলাকায় অস্থায়ী বাস টার্মিনাল অবস্থান করছেন। আহত আহত মিলন জানায়, পূর্ব শত্রুতার কারণে রুপাতলীর মালিক সমিতির নেতা, শ্রমিকরা আমার উপর হামলা করে। ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী মুঠোফোনে জানান, আজ সকালে রুপাতলী বাসস্ট্যান্ডে আমাদের শ্রমিকদের মারধরের ঘটনায় বাস চলাচল বন্ধ করা দেয়া হয়েছে সুনির্দিষ্ট কোনো সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।