Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ১৬, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত ৫১৮, বহিষ্কার ১২ 
Thursday August 24, 2023 , 4:29 pm
Print this E-mail this

বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে ১২টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে

বরিশাল বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত ৫১৮, বহিষ্কার ১২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রে ৫১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া বোর্ডের আওতাধীন পিরোজপুর জেলা বাদে ৫ জেলায় ১২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে রয়েছে ভোলা জেলায় ৭৩ জন, বরগুনায় ৫৭ জন, পটুয়াখালীতে ১২০ জন, পিরোজপুরে ৪৮ জন, ঝালকাঠিতে ৫৬ ও বরিশালে ১৬৪ জন। এর ফলে বৃহস্পতিবার (২৪ আগস্ট) ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র পরীক্ষায় মোট ৬৬ হাজার ৭০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬ হাজার ১৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অপরদিকে বহিষ্কৃত ১২ পরীক্ষার্থীর মধ্যে বরিশাল জেলায় ২ জন, ঝালকাঠিতে ৪ জন, পটুয়াখালীতে ৩ জন, বরগুনায় ২ জন ও ভোলায় ১ জন রয়েছেন।বোর্ড সূত্রে জানা গেছে, সুষ্ঠু-সুন্দর পরিবেশে বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ১৩১ কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে সকল জেলা ও উপজেলা প্রশাসন তদারকি করবে। পাশাপাশি বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে ১২টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু