Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের বেহাল দশা, আট হাজার শিক্ষার্থীর ভোগান্তি 
Wednesday February 12, 2020 , 12:53 pm
Print this E-mail this

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের বেহাল দশা, আট হাজার শিক্ষার্থীর ভোগান্তি


সুমাইয়া আখতার তারিন : প্রতিষ্ঠালগ্ন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবার জন্য নেই উন্নত চিকিৎসা ব্যবস্থা। আট হাজারের বেশি শিক্ষার্থীর জন্য রয়েছে একটি অস্থায়ী কেন্দ্র। এই কেন্দ্রটিতে রয়েছেন দু’জন চিকিৎসক, একজন মেডিকেল সহকারী এবং একজন আয়া। দু’জন চিকিৎসক থাকলেও একজন আছেন শিক্ষা ছুটিতে। মাঝে মধ্যে মেডিকেল এলেও যেটি শিক্ষার্থীদের প্রয়োজনের তুলনায় নগণ্য। এ ছাড়া প্রয়োজনীয় ওষুধের অভাব, পর্যাপ্ত লোকবল সংকট এবং চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে। যে কেন্দ্র শিক্ষার্থীদের অসুখ সারাবে, তারই যেন চিকিৎসা প্রয়োজন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ, এখানে জ্বর, সর্দি-কাশি, গ্যাস্ট্রিকসহ সাধারণ কিছু ওষুধ ছাড়া আর কিছু পাওয়া যায় না। এসব সমস্যায় সর্বোচ্চ দুই দিনের ওষুধ দেওয়া হয় তাদের। ফলে বাইরে অতিরিক্ত টাকা ব্যয় করে ওষুধ কিনতে হয়, যা অনেকের পক্ষে কষ্টসাধ্য। ক্যাম্পাস সূত্রে জানা যায়, যাত্রালগ্ন থেকে বেহাল এই চিকিৎসাকেন্দ্রটির। ২০১৫ সালে মাত্র দু’জন চিকিৎসক দিয়ে যাত্রা শুরু। পর্যাপ্ত বরাদ্দের অভাবে এর সেবার মানোন্নয়ন সম্ভব হচ্ছে না বলে প্রশাসনের একটি সূত্র জানায়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের নিচতলায় তিনটি কক্ষে অস্থায়ীভাবে চলছে এর কার্যক্রম। শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে একটিমাত্র শয্যা, এ ছাড়া দুটি ওজন মাপার মেশিন থাকলেও বর্তমানে তা অকেজো। এক্স-রে মেশিন, রক্ত পরীক্ষা এবং ছোটখাটো পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই। এ ছাড়া আট হাজারের বেশি শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র একটি অ্যাম্বুল্যান্স, যা প্রয়োজনের সময় পাওয়া কষ্টসাধ্য। একাধিক শিক্ষার্থী জানান, জ্বর, সর্দি, ব্যথার ওষুধ, স্যালাইন এবং ছোটখাটো আঘাতের চিকিৎসা ছাড়া আর কোনো সেবা মেলে না এখানে। এ ছাড়া দুপুরের পর চিকিৎসা নিতে গেলে প্রায়ই চিকিৎসকের দেখা মেলে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, ‘একমাত্র নারী চিকিৎসক শাম্মী আরা নিপা শিক্ষা ছুটিতে। ফলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় এমন কিছু ক্রিটিক্যাল সমস্যা থাকে, যা পুরুষ ডাক্তারের সঙ্গে শেয়ার করা যায় না। বিষয়টি দ্রুত সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।’ এ বিষয়ে চিকিৎসা কর্মকর্তা মো: তানজীন হোসেন বলেন, ‘এখানে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী সেবা নিতে আসেন। আমরা দু’জন ডাক্তার। অন্যজন শিক্ষা ছুটিতে থাকায় সব সময় আসতে পারেন না। ইচ্ছা থাকা সত্ত্বেও জনবল সংকটের কারণে পর্যাপ্ত সেবা দেওয়া যাচ্ছে না। প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতিরও অভাব রয়েছে।’ সার্বিক বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো: ছাদেকুল আরেফিন বলেন, ইউজিসি থেকে পোস্ট আনার চেষ্টা চালাচ্ছি। শিগগিরই সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। এ ছাড়া দ্রুত মেডিকল ভবনের নির্মাণকাজ শুরু হবে।

সূত্র : বিডি ক্রাইম ২৪




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু