Current Bangladesh Time
বুধবার মে ২২, ২০২৪ ৬:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য মেয়রের ফ্রি বাস সার্ভিস 
Sunday October 17, 2021 , 1:53 pm
Print this E-mail this

তবে এর বিনিময় ভাড়া গুনতে হবে না ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের সঙ্গে থাকা অভিভাবকদের

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য মেয়রের ফ্রি বাস সার্ভিস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জিএসটি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) মেয়রের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। ভর্তিচ্ছুদের ভোগান্তি থেকে মুক্তি দিতে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ভর্তিচ্ছুদের সময় মতো কেন্দ্রে পৌঁছে দিতে বরিশাল সিটি কর্পেরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেন। রোববার (অক্টোবর ১৭) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ১০টি, রূপাতলী বাস টার্মিনাল থেকে ১০টি বাস ভর্তিচ্ছুদের বরিশাল বিশ্ববিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে। তবে এর বিনিময় ভাড়া গুনতে হবে না ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের সঙ্গে থাকা অভিভাবকদের। এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ভর্তি পরীক্ষার সময় কেউ কেউ রিকশা কিংবা অন্য যেকোনো যানবাহনে গন্তব্যে পৌঁছাতে গিয়ে নানা জটিলতায় পড়ে। মাত্রাতিরিক্ত ভাড়া গোনার পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে অনেক সময় দেরি হয়। সেসব ঝামেলা এড়িয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ফ্রি বাসের ব্যবস্থা করেছেন। এতে করে সময়মত নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারবেন ভর্তিচ্ছুরা।




Archives
Image
বরিশালে অনলাইন জুয়াড়িদের দলনেতা গ্রেপ্তার!
Image
বরিশাল নগরীর নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি ঠেকাতে মাঠে পুলিশ
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি